ভোলায় ট্রাকের চাপায় স্কুলছাত্র নিহত
ভোলার সদর উপজেলার কাচিয়া ইউনিয়নে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক নিহত হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে পরাণগঞ্জ বাজার এলাকায় ভোলা-ইলিশা সড়কের ওপর এ দুর্ঘটনা ঘটেছে।
নিহত স্কুলছাত্রের নাম মো. ইমন (১৫)। সে কাচিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শাহমাদার গ্রামের প্রবাসী মো. রফিকুল ইসলামের ছেলে এবং স্থানীয় পরাণগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও নিহত ছাত্রের স্বজনেরা জানান, ইমন সকাল ৯টার দিকে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়। পরে মোটরসাইকেল নিয়ে পরাণগঞ্জ বাজার থেকে একটু সামনে ভোলা-ইলিশা সড়কের ওপর উঠলে দ্রুতগামী মাহিন্দ্রাকে (তিন চাকার টেম্পু) সাইড দিতে যায় ইমন। এতে একটি মালবাহী ট্রাকের নিচে মোটরসাইকেলটি চলে গেলে সে ঘটনাস্থলে মারা যায়। স্থানীয় লোকজন ছুটে এসে ট্রাকটি আটক করে পুলিশকে খবর দেন। ইমনকে ভোলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত ছাত্রের লাশ উদ্ধার করে ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। নিহত ছাত্রের পরিবার থেকে এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।