জামালপুরে ধানখেতে পড়ে ছিল হাত-পা বাঁধা যুবকের লাশ
জামালপুরের মেলান্দহ উপজেলায় সড়কের পাশের একটি ধানখেতে পড়ে ছিল হাত-পা বাঁধা যুবকের রক্তাক্ত লাশ। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নয়ানগরের তেঁতুলতলা এলাকা থেকে লাশটি উদ্ধার করেছে পুলিশ।
লাশ উদ্ধার হওয়া যুবকের নাম-পরিচয় জানা যায়নি। তাঁর মাথা ও মুখ রক্তাক্ত এবং গলায় রশি প্যাঁচানো ছিল। জিনসের প্যান্ট ও সাদা রংয়ের গেঞ্জি পরা নিহত যুবকের বয়স ৩৫ বছর হবে বলে ধারণা করা হচ্ছে। যুবককে হত্যার পর লাশ ফেলে রাখা হয়েছে বলে পুলিশ ধারণা করছে। লাশটি ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নয়ানগরের তেঁতুলতলা এলাকায় সড়কের পাশের ধানখেতে হাত-পা বাঁধা, মাথা থেঁতলানো ও গলায় রশি প্যাঁচানো অবস্থায় লাশটি পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) সোহেল মাহমুদ বলেন, নিহত যুবকের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।