খুলনায় ছাত্রদলের পর যুবদলেরও জেলা ও নগর কমিটি বিলুপ্ত ঘোষণা
মেয়াদোত্তীর্ণ হওয়ায় খুলনা জেলা ও মহানগর শাখা যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী কমিটি। আজ সোমবার যুবদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নুরুল ইসলামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক, খুলনা জেলা ও খুলনা মহানগর শাখা যুবদলের কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত ঘোষণা করা হলো। শিগগিরই ওই ইউনিট দুটির নতুন কমিটি ঘোষণা করা হবে। যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম ও সাধারণ সম্পাদক মো. নূরুল ইসলাম এ সিদ্ধান্ত অনুমোদন দিয়েছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
খুলনা জেলা যুবদলের সর্বশেষ কমিটি হয় ২০১৭ সালের ২৭ এপ্রিল। আংশিক ওই কমিটিতে এস এম শামিম কবীর সভাপতি, ইবাদুল হক সাধারণ সম্পাদক, আব্দুল্লাহ হেল কাফি সহসভাপতি, নাদিমুজ্জামান যুগ্ম সাধারণ সম্পাদক এবং জাবির আলীকে সাংগঠনিক সম্পাদক করা হয়। ২০১৮ সালে খুলনা জেলা যুবদলের ২০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি করা হয়। জেলা যুবদলের সভাপতি থাকা অবস্থায় ২০২২ সালের ২২ মার্চ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক পদ পান শামীম কবীর।
এদিকে ২০১৭ সালের ২৭ এপ্রিল ঘোষণা করা খুলনা মহানগর যুবদলের কমিটি। এতে মাহাবুবুল হাসানকে সভাপতি ও নাজমুল হুদাকে সাধারণ সম্পাদক করা হয়। এরপর ২০১৮ সালের সেপ্টেম্বরে নগর যুবদলের ২২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। যুবদলের সভাপতি মাহাবুব হাসান ও সহসভাপতি চৌধুরী শফিকুল ইসলাম যুবদলের পাশাপাশি নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক পদে আছেন। তবে যুবদল সভাপতির পদ থেকে মাহাবুব হাসানকে গত ৪ জুন তাঁকে অব্যাহতি দেওয়া হয়। বর্তমানে নগর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করছিলেন কাজী নেহিবুল হাসান।
যুবদলের গঠনতন্ত্র অনুযায়ী, কমিটির মেয়াদ থাকে দুই বছর। সেই হিসাবে পাঁচ বছর আগেই এ দুই কমিটির মেয়াদ শেষ হয়েছিল।
এর আগে ১৭ আগস্ট মেয়াদোত্তীর্ণ হওয়ায় খুলনা মহানগর ও খুলনা জেলা শাখা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করে সংগঠনটির কেন্দ্রীয় সংসদ।