আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল সমাবেশ। সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের আব্দুল জব্বার মোড়েছবি: প্রথম আলো

সরকারি চাকরির সব গ্রেডে বৈষম্যমূলক কোটার যৌক্তিক সংস্কার ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা। আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়।

মিছিলটি বিশ্ববিদ্যালয়ের আবদুল জব্বার মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিল ও সমাবেশে বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

সমাবেশে ‘আমার ভাই রক্তাক্ত কেন, জবাব চাই, জবাব চাই’, ‘আমার বোন রক্তাক্ত কেন, জবাব চাই, জবাব চাই’, ‘একাত্তরের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’ ইত্যাদি স্লোগান দেন শিক্ষার্থীরা।

আরও পড়ুন

আন্দোলনকারী শিক্ষার্থী সৌমি বড়ুয়া বলেন, ‘আমাদের এই আন্দোলন যৌক্তিক আন্দোলন। আমাদের স্মারকলিপি জমা দেওয়ার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও সরকারের পক্ষ থেকে ফলপ্রসূ কোনো পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে না। আমরা চাই, আমাদের এই আন্দোলন আর দীর্ঘায়িত না হোক। আমাদের দাবি মেনে কোটার যৌক্তিক সংস্কারের জন্য সরকারের প্রতি অনুরোধ জানাচ্ছি।’

আরও পড়ুন

আরেক শিক্ষার্থী সাজেদুল ইসলাম শুভ বলেন, ‘আমাদের এক দফা দাবি পূরণ ও আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল করেছি আমরা। আমাদের দাবি না মানলে সারা দেশের ছাত্রসমাজ মিলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।’

আরও পড়ুন