জয়পুরহাটে কথা–কাটাকাটির জেরে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা, আটক ১
জয়পুরহাটের কালাই উপজেলায় কথা–কাটাকাটির জের ধরে জাহাঙ্গীর হোসেন (৪৫) নামের এক ব্যক্তিকে প্রতিপক্ষ পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ শনিবার বেলা আড়াইটার দিকে উপজেলার জিন্দাপুর ইউনিয়নের বেলগড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আহসান নবী (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আহসান নবী উপজেলার বেলগড়িয়া গ্রামের জামাল উদ্দিনের ছেলে। নিহত জাহাঙ্গীর হোসেন (৪৫) একই গ্রামের মৃত মোজাম মণ্ডলের ছেলে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, জাহাঙ্গীর তাঁর পুত্রবধূর সঙ্গে প্রতিবেশী আহসান নবীর পরকীয়া সম্পর্ক আছে বলে সন্দেহ করছিলেন। এরই জেরে আজ সকালে নিজ বাড়িতে ছেলে ও পুত্রবধূকে গালিগালাজ করে মাঠে আলুখেতে কাজ করতে চলে যান জাহাঙ্গীর। ছেলে সবুজও মাঠে গিয়ে বাবার সঙ্গে কাজ করছিলেন। সকালের গালাগালির ঘটনাটি আহসান নবী জানতে পারেন। বেলা আড়াইটার দিকে বাবা-ছেলে আলুখেত থেকে বাড়িতে ফিরছিলেন। তখন তাঁদের সঙ্গে গ্রামের রাস্তায় আহসান নবীর দেখা হয়। এ সময় আহসান নবী বাবা-ছেলেকে গালাগালি শুরু করেন। একপর্যায়ে আহসান নবী ও জাহাঙ্গীর হোসেনের মধ্যে মারামারি হয়। এতে জাহাঙ্গীর হোসেন গুরুতর আহত হন। বাবাকে বাঁচাতে গিয়ে সবুজ হোসেন আহসান নবীকে কোদাল দিয়ে কোপ দিলে তিনিও আহত হন। প্রতিবেশীরা আহত জাহাঙ্গীর ও আহসান নবীকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। কিন্তু পথে জাহাঙ্গীর হোসেন মারা গেলে পুলিশ আহসান নবীকে আটক করে হাসপাতালে নিয়ে যান। সেখানে পুলিশি পাহারায় তাঁর চিকিৎসা চলছে।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদ হোসেন সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, জাহাঙ্গীর হোসেনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহসান নবীকে আটক করা হয়েছে। পুলিশি পাহারায় তাঁর চিকিৎসা চলছে। এ ঘটনায় এখনো কেউ মামলা করেননি।