ইসলামি শাসনব্যবস্থা ছাড়া বিপ্লব আসবে-যাবে, বৈষম্য দূর হবে না: মামুনুল হক

মাদারীপুরের রাশিদিয়া আলিয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক। রোববার সন্ধ্যায় রাজৈর উপজেলার টেকেরহাটেছবি: সংগৃহীত

ইসলামি শাসনব্যবস্থা ছাড়া বিপ্লব আসবে আর যাবে, কিন্তু বৈষম্য দূর হবে না বলে মন্তব্য করেছেন খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক। রোববার সন্ধ্যায় মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট রাশিদিয়া আলিয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসেবে তিনি এ মন্তব্য করেন।

মামুনুল হক বলেন, ‘এ দেশ থেকে বৈষম্য দূর করতে রাজপথে ছাত্র-জনতাকে রক্ত দিতে হয়েছে, জীবন দিতে হয়েছে। তবে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা একমাত্র ইসলামের কমিটমেন্ট। এ জন্য এ দেশে ইসলামি শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। তা না হলে বিপ্লব আসবে আর যাবে, কিন্তু বৈষম্য দূর হবে না।’

মামুনুল হক আরও বলেন, ‘তিনি (শেখ হাসিনা) ছিলেন এক দানব। তাঁর পেছনে ছিলেন আরও বড় এক দানব। তাঁকে কেউ নড়াতে পারেনি। তাঁর এত বড় দানবীয় শক্তি, এত বড় দল। কিন্তু স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্ররা ও জনতা রাজপথে রক্তের জায়নামাজ বিছিয়ে নামাজ পড়ে আন্দোলন গড়ে তুলে এই দানবের মোকাবিলা করে তাঁকে উৎখাত করেছে। শুধু পুরুষেরাই নয়, নারীরাও এই জুলুমকারীর বিরুদ্ধে আন্দোলনে নেমেছিল।’

এ সময় টেকেরহাটের বড় পীরজাদা মাওলানা আবুল হোসেন আনসারীসহ অন্য ওলামারা উপস্থিত ছিলেন।