সিলেটে পিকআপ, প্রাইভেট কার ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত

‌সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার এলাকায় ত্রিমু‌খী সংঘর্ষে দুমড়েমুচড়ে যাওয়া অটো‌রিকশা। বৃহস্প‌তিবার দুপুরে সিলেট-ঢাকা মহাসড়কে
ছবি: সংগৃহীত

সিলেটের দক্ষিণ সুরমায় পিকআপ, প্রাইভেট কার ও সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ছাড়া আরও দুজন গুরুতর আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে উপজেলার লালাবাজার এলাকায় সিলেট-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন—সিএনজিচালিত অটোরিকশাচালক মনসুর আলী (৩০) ও অটোরিকশার যাত্রী নাজমা বেগম (৪২)। নাজমা বেগম বিশ্বনাথ উপজেলার ইলিমপুর গ্রামের সোনা মিয়ার স্ত্রী। মনসুর একই উপজেলার বহ্নি গ্রামের বাসিন্দা। আহত ব্যক্তিরা হলেন—ইলিমপুর গ্রামের সাইফুর রহমান (১৮) ও নিহত নাজমা বেগমের মেয়ে আছমা বেগম (১৮)।

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, সিলেট থেকে ছেড়ে যাওয়া একটি সিএনজিচালিত অটোরিকশা ঢাকা-সিলেট মহাসড়কের লালাবাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় পিকআপের পেছনে থাকা আরও একটি প্রাইভেট কার অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এ সময় অটোরিকশার চালক ও তিন যাত্রী গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। হাসপাতালে নেওয়ার পর অটোরিকশাচালক মনসুর আলী ও যাত্রী নাজমা বেগমকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

অটোরিকশার চালক ও তিন যাত্রী গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পর দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

আহত সাইফুর রহমানের চাচা খলিল রহমান প্রথম আলোকে বলেন, ‘আমার ভাতিজা সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র। সে ক্লাস শেষ করে সিএনজিচালিত অটোরিকশায় বাড়ির দিকে আসছিল। পথে এ দুর্ঘটনা ঘটেছে। সাইফুর মাথায় গুরুতর আঘাত পেয়েছে। তাঁর চিকিৎসা চলমান।’

সিলেটের দক্ষিণ সুরমা থানার উপপরিদর্শক (এসআই) শাফি আহমদ বলেন, ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত একটি প্রাইভেট কার ও সিএনজিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। নিহত ব্যক্তিদের মরদেহ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।