ভুট্টাখেতে নারীর লাশ, খোঁজ পাওয়া যায়নি মাথার
লালমনিরহাট সদর উপজেলার একটি ভুট্টাখেতে পড়ে ছিল অজ্ঞাতনামা এক নারীর মাথাছাড়া লাশ। আজ বুধবার দুপুরে উপজেলার মোগলহাটের ফুলগাছের বামনটারী এলাকার ভুট্টাখেত থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। তবে নিহত নারীর মাথার খোঁজ পাওয়া যায়নি।
নিহত নারীর বয়স ২৫ বছর হবে বলে পুলিশের ধারণা। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আজ সকালে মোগলহাটের ফুলগাছের বামনটারী শ্মশান কালীমন্দির এলাকায় ভুট্টাখেতে মাথাবিহীন অজ্ঞাতনামা এক নারী লাশ পড়ে ছিল। তাঁর পরনে সবুজ পায়জামা, কালো রঙের বোরকা ও লাল রঙের কামিজ ছিল। পাশেই ছিল দুই জোড়া স্যান্ডেল। খবর পেয়ে দুপুরে পুলিশ লাশটি উদ্ধার করে।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুরনবী বলেন, মস্তকবিহীন অজ্ঞাতপরিচয় নারীর লাশ উদ্ধার করা হয়েছে। তবে নিহত নারীর মাথা খুঁজে পাওয়া যায়নি। মাথার খোঁজে অনুসন্ধান চলছে। এ ঘটনায় লালমনিরহাট সদর থানায় একটি হত্যা মামলা হবে। আর লাশটির ময়নাতদন্ত করা হবে।
মোগলহাট ইউনিয়নের ফুলগাছ গ্রামের বাসিন্দা মাসুদ রানা বলেন, নিহত নারীর মস্তক খুঁজে না পাওয়ায় পরিচয় শনাক্ত করা যাচ্ছে না। এলাকার লোকজন কোনো নারী নিখোঁজের বিষয়েও কোনো তথ্য পাননি।