নামী বেকারির মিষ্টিতে মাছি, গুনল জরিমানা

চট্টগ্রাম নগরের চকবাজার এলাকায় গাউছিয়া প্রিমিয়াম সুইটস অ্যান্ড বেকারিতে বিক্রির জন্য রাখা মিষ্টিতে মাছিছবি: সংগৃহীত

দোকানে সাজিয়ে রাখা হয়েছে নানা পদের মিষ্টি। কাচে ঘেরা মিষ্টি রাখার স্থানটি। কাছে যেতেই দেখা গেল, মিষ্টির ওপর ওড়াউড়ি করছে মাছি। পাশে পড়ে আছে মরা মাছিও। চট্টগ্রাম নগরের চকবাজার এলাকায় গাউছিয়া প্রিমিয়াম সুইটস অ্যান্ড বেকারিতে গিয়ে এমন চিত্র দেখতে পান ভ্রাম্যমাণ আদালত।  

আজ মঙ্গলবার ওই বেকারিতে অভিযান পরিচালনা করেন সদর সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান মাহমুদ। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি রাখার অপরাধে প্রতিষ্ঠানটিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

একই অভিযানে সেবার চার্ট, কর্মচারীদের ইউনিফর্ম, অভিযোগ বাক্স না থাকায় হোটেল ফোরস্টার নামের আবাসিক হোটেলকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া নিবন্ধন লাইসেন্স না থাকায় এরাবিয়ান দরবার রেস্তোরাঁকে জরিমানা করা হয়েছে ৯ হাজার টাকা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান মাহমুদ প্রথম আলোকে বলেন, গাউছিয়া সুইটস অ্যান্ড বেকারিতে কাচে ঘেরা আবদ্ধ স্থানের মিষ্টিতে মাছির আনাগোনা পাওয়া গেছে, যা অস্বাস্থ্যকর। এ অপরাধে তাদের জরিমানা করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন অপরাধে হোটেল ও রেস্তোরাঁ আইনে আরও দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।