বাগমারায় ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে ‘পাইপ এনামুল’ গ্রেপ্তার

এনামুল হক সরকারছবি: সংগৃহীত

রাজশাহীর বাগমারা উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে এনামুল হক সরকারকে (৩৪) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে উপজেলার ভবানীগঞ্জ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার সকালে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার এনামুল হক সরকার উপজেলার দেউলা গ্রামের ফজলুর রহমান ডালিমের ছেলে। তিনি ব্যবসায়ী। তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। বাবার সঙ্গে পাইপের ব্যবসা করার কারণে তিনি এলাকায় ‘পাইপ এনামুল’ নামে পরিচিত। গত জুলাই-আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আন্দোলনকারীদের দমাতে তিনি লাঠি ও পাইপ সরবরাহ করে আলোচিত হন।

পাইপ হাতে মহড়া দেন এনামুল হক সরকার (সামনের সারিতে সাদা টি– শার্ট পরা ও মুখে মাস্ক)। ৫ আগস্ট রাজশাহীর বাগমারার ভবানীগঞ্জ এলাকায়
ছবি: সংগৃহীত

পুলিশ জানায়, এনামুলের নেতৃত্বে একদল তরুণ লোহার পাইপ নিয়ে গত ১৮ জুলাই ও ৫ আগস্ট ভবানীগঞ্জ বাজারে মহড়া দেন। কিছু স্থানে হামলাও চালানো হয়। তাঁর নেতৃত্বে লোহার পাইপ নিয়ে মহড়া দেওয়া এবং ছাত্রদের ধাওয়া করার ভিডিও ৫ আগস্ট ফেসবুকে ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে অন্যদের সঙ্গে এনামুল হককে সাদা রঙের টি–শার্ট পরা অবস্থায় লোহার পাইপ নিয়ে মহড়া দিতে দেখা গেছে। গত ১৮ জুলাই তিনি একইভাবে মহড়া দিয়েছেন।

ছাত্র-জনতার অভ্যুত্থানের পর এনামুল হক সরকার গা ঢাকা দেন। বিক্ষুব্ধ লোকজন ভবানীগঞ্জ বাজারে তালা দেওয়া তাঁর একেটি দোকানে ভাঙচুর চালান। কয়েক দিন আগে এনামুল এলাকায় ফিরে সতর্কতার সঙ্গে চলাফেরা করছিলেন। এমন অবস্থায় তিনি গ্রেপ্তার হলেন। সম্প্রতি এনামুলের বিরুদ্ধে তাঁর এক স্বজনের একটি দোকানঘর দখলেরও অভিযোগ উঠেছে।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম বলেন, আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে করা একটি মামলায় এনামুল হক সরকারকে গ্রেপ্তারের পর আজ আদালতে পাঠানো হয়েছে।