নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
চুয়াডাঙ্গা পৌর এলাকায় নির্মাণাধীন একটি সাততলা ভবন থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন অপর এক শ্রমিক। আজ রোববার সকাল সাড়ে আটটার দিকে মুক্তিপাড়ায় এই দুর্ঘটনা ঘটে।
মারা যাওয়া শ্রমিকের নাম ইয়াসিন আলী (২৬)। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার উপরাজরামপুর গ্রামের কুরবান আলীর ছেলে। আর আহত শ্রমিক হলেন নওগাঁর নিয়ামতপুর থানার পানিহারা গ্রামের মৃত বিপদ রবি দাসের ছেলে উত্তম কুমার দাস (২৭)।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক মাস ধরে মুক্তিপাড়ায় একটি বহুতল ভবনের নির্মাণকাজ চলছে। ‘মাদানী টাওয়ার’ নামের ওই ভবনের লিফটের চ্যানেল তৈরির সময় আজ সকালে এই দুর্ঘটনা ঘটে।
ওই ভবনে কর্মরত নির্মাণশ্রমিক আশিক মাহমুদ জানান, আজ সকালে ছয়জন শ্রমিক সাততলায় লিফটের চ্যানেল তৈরির কাজে নিয়োজিত ছিলেন। বাঁশের তৈরি মাচায় বসে লিফট চ্যানেলে ঢালাইয়ের কাজ করার সময় হঠাৎই মাচাটি খুলে মাটিতে পড়ে যায়। এ সময় চারজন শ্রমিক নিজেদের বুদ্ধিমত্তায় রক্ষা পেলেও ইয়াসিন, উত্তম মাচাসহ নিচে পড়ে যান এবং গুরুতর আহত হন। মুমূর্ষু অবস্থায় তাঁদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পথে ইয়াসিন মারা যান।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জোবাইদা জামান বলেন, হাসপাতালে পৌঁছানোর আগেই ইয়াসিন মারা যান। উত্তম কুমারকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেকেন্দার আলী প্রথম আলোকে জানান, নিহত ইয়াসিন আলীর মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরিসহ আইনি কার্যক্রম শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।