মধুখালীতে সিসা কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ৩ শ্রমিককে ঢাকায় প্রেরণ

ফরিদপুরের মধুখালীতে আলতু খান জুট মিলের মধ্যে অবস্থিত ভলভো ব্যাটারির সিসা কারখানায় বিস্ফোরণে তিন শ্রমিক দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে মধুখালী পৌর শহরের পরীক্ষিতপুর এলাকায়
ছবি: প্রথম আলো

ফরিদপুরের মধুখালীতে একটি সিসা কারখানায় বিস্ফোরণে কর্মরত তিন শ্রমিক দগ্ধ হয়েছেন। তাঁদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বেলা ৩টা ১০ মিনিটের দিকে মধুখালী পৌরসভার পরীক্ষিতপুর এলাকায় পান্না গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ভলভো ব্যাটারির সিসা কারখানায় এ দুর্ঘটনা ঘটে। কারখানাটি ঢাকা-খুলনা মহাসড়কের দক্ষিণ পাশে আলতু খান জুট মিলের মধ্যে অবস্থিত।

আহত শ্রমিকেরা হলেন মধুখালী পৌরসভার বনমালীদিয়া গ্রামের শুকুর আলী সর্দারের ছেলে মো. শাহাবুদ্দিন (৩৫), উপজেলার কামালদিয়া ইউনিয়নের চাঁনপুর গ্রামের সাত্তার শেখের ছেলে বিপ্লব শেখ (৩৪) এবং উপজেলার বোয়ালিয়া গ্রামের রতন শেখের ছেলে ফারুক শেখ (৩৪)।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসক আকাশ হোসেন জানান, বিকেল চারটার কিছু পরে সিসা কারখানায় বিস্ফোরণে গুরুতর আহত তিন শ্রমিককে তাঁদের হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয়। তাঁদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। তাঁদের শরীরের ৬৫-৭৫ শতাংশ দগ্ধ হয়েছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়।

মধুখালী ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার সাকিবুল হাসান বলেন, ‘আলতু খান জুট মিলটি আমাদের কার্যালয়ের পশ্চিম পাশে অবস্থিত। বিকট বিস্ফোরণের শব্দ আমরা শুনতে পেয়েছি। তবে আমাদের কাছে সাহায্য চেয়ে কেউ কোনো অনুরোধ করেননি। ফলে আমাদের ঘটনাস্থলে যাওয়া হয়নি।’

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে পান্না গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক লোকমান খান বলেন, দুপুরে ব্যাটারি তৈরির জন্য সিসা প্রস্তুত রোটারি ড্রাম বিস্ফোরিত হয়ে ৩ শ্রমিক আহত হন। তবে কী কারণে বা কীভাবে রোটারি ড্রাম বিস্ফোরিত হয়, তা প্রাথমিকভাবে জানা যায়নি।

মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু রাসেল সন্ধ্যায় বলেন, ‘বিস্ফোরণের ঘটনাটি আমার জানা নেই। আমাকে কেউ কিছু জানায়নি। বিষয়টি আপনার মাধ্যমে আমি এইমাত্র জানতে পারলাম। কী ঘটেছে তা জানতে এ ব্যাপারে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলব।’