শিকারি ফাঁদে আটকে থাকা ৫৮টি পাখি উদ্ধার

শিকারির ফাঁদ থেকে উদ্ধার হওয়া পাখি। আজ রোববার বিকেলেছবি: প্রথম আলো

কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে শিকারির পাতা ফাঁদে আটকে থাকা ৫৮টি সাদা বক, শালিক ও পানকৌড়ি উদ্ধার করেছে বন বিভাগ। পরে পাখিগুলো আকাশে অবমুক্ত করা হয়েছে। আজ রোববার বিকেলে উখিয়ার পালংখালীর ১১ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবির এলাকা থেকে এসব পাখি উদ্ধার করা হয়।

বন বিভাগ জানায়, যে এলাকায় অভিযান চালানো হয়েছে, সেটি থাইংখালী ফাঁড়ির অধীন। শিকারিরা পাখি শিকারের জন্য সেখানে জাল পেতেছিলেন। এসব জালে ৪৮টি সাদা বক, ৬টি শালিক ও ৪টি পানকৌড়ি আটকা পড়ে। স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে খবর পেয়ে বন বিভাগ সেখানে অভিযান চালিয়ে পাখিগুলো উদ্ধার করে। তবে শিকারিরা পালিয়ে যাওয়ায় তাঁদের কাউকে আটক করা সম্ভব হয়নি।

অভিযানের বিষয়টি বন বিভাগের উখিয়ার রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম প্রথম আলোকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, অভিযানে কাউকে আটক করা সম্ভব না হলেও তাঁদের বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উদ্ধার করা পাখি আকাশে অবমুক্ত করা হয়েছে।

জানতে চাইলে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) যারীন তাসনিম বলেন, পাখি শিকার দণ্ডনীয় অপরাধ। চলতি শীত মৌসুমে বিভিন্ন এলাকা থেকে অতিথি পাখি দল বেঁধে আসতে শুরু করেছে। এসব পাখির নির্বিঘ্ন বিচরণ নিশ্চিত করার পাশাপাশি এরা যেন নিধনের শিকার না হয়, সে ব্যবস্থা নেওয়া হচ্ছে।