আগুন ধরানো ট্রাকটি নিয়ে কয়েক কিলোমিটার গেলেন চালক
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় পাটবোঝাই একটি চলন্ত ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার নারুয়া এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় থানায় মামলা করবেন বলে জানিয়েছেন ট্রাকের চালক।
ট্রাকের চালক ও ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল রাতে নাটোর থেকে ফরিদপুরের মধুখালী উপজেলার উদ্দেশে দুটি পাটবোঝাই ট্রাক ছেড়ে আসে। পথে রাজবাড়ীর বালিয়াকান্দি-সোনাপুর সড়কের নবাবপুর ইউনিয়নের ঘোড়ামারা সেতু এলাকায় পৌঁছালে সড়কের পাশে থাকা একটি ট্রলি পার হতে গেলে ট্রাকের গতি কমানো হয়। এ সময় ওই ট্রলির পাশে কয়েকজন লোক ছিলেন। ট্রলি পেরিয়ে কিছু দূর যাওয়ার পর চালক আগুন লাগার বিষয়টি বুঝতে পারেন। ততক্ষণে পাটের আগুন রাস্তায় ছড়িয়ে পড়তে থাকে। কয়েক কিলোমিটার যাওয়ার পর চালক বালিয়াকান্দি উপজেলা শহরে প্রবেশ না করে ট্রাকটিকে গ্রামের দিকে নিয়ে যান। নারুয়া সড়কের আলমের ইটভাটা এলাকায় একটি পানির খাদে ট্রাকটি নামিয়ে দেন চালক। এরপর খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
বালিয়াকান্দি উপজেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইউনিটের স্টেশন কর্মকর্তা সৈয়দ সরাফত আলী প্রথম আলোকে বলেন, রাত দেড়টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেন তাঁরা। ভোর চারটার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন। তিনি বলেন, ১৬ চাকার ওই ট্রাক আকারে বেশ বড়। আগুনে ট্রাকের অনেক পাট পুড়ে গেছে। আগুন লাগা অবস্থায় চালক প্রায় পাঁচ থেকে সাত কিলোমিটার চালিয়েছেন ট্রাকটি। এতে আগুন লাগা পাট রাস্তার দুই পাশে ছড়িয়ে পড়ে। দুই পাশে পড়ার কারণে রাস্তার পাশে অনেক স্থানে ও বাড়ির প্রাচীরে আগুন লাগে। তবে রাত গভীর হওয়ার কারণে সবাই বিষয়টি বুঝতে পারেননি। বিষয়টি নাশকতা নাকি দুর্ঘটনা, তা বোঝা যাচ্ছে না।
ট্রাকে আগুন দেওয়ার ঘটনায় মামলা করবেন বলে জানিয়েছেন চালক জাহাঙ্গীর হোসেন। বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেছেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। ট্রাকচালক এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন। পুলিশও বিষয়টি তদন্ত করে দেখছে।