বাংলাদেশে অনুপ্রবেশের সময় সাতক্ষীরা সীমান্তে এক ভারতীয়সহ তিন নারী গ্রেপ্তার
ভারত থেকে অবৈধভাবে অনুপ্রবেশের সময় সাতক্ষীরার শ্যামনরের শৈলখালী সীমান্ত থেকে এক ভারতীয় ও দুজন বাংলাদেশি নারীকে আটক করেছে কোস্টগার্ড ও পুলিশ। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার শৈলখালী সমীন্তের কচুখালী-হুগলডাঙ্গা থেকে তাঁদের আটক করা হয়।
আজ শনিবার বেলা সাড়ে তিনটার দিকে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
কোস্টগার্ড জানায়, গ্রেপ্তার তিনজন হলেন খুলনার জোড়া কলবাজার টুথপাড়ার মোছা. রোজিনা খান (২৬) ও মোছা. জুলি (২৮) এবং ভারতের গুজরাটের মোছা. শাহনেওয়াজ বেগম (৩৯)।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বাংলাদেশ কোস্টগার্ডের পশ্চিমাঞ্চলের অধীন বিসিজি স্টেশন কৈখালী ও শ্যামনগর থানা–পুলিশের সমন্বয়ে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার শৈলখালী এলাকায় একটি যৌথ অভিযান চালানো হয়। অভিযানে কচুখালী-হুগলডাঙ্গা সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে অনুপ্রবেশের সময় তিন নারীকে আটক করা হয়। পুলিশের সহায়তায় আটক নারী ও তাঁদের সঙ্গে থাকা সাতটি ব্যাগ তল্লাশি করে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় কাপড় ও প্রসাধনপণ্য জব্দ করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রোজিনা খান ও জুলি থানায় সাংবাদিকদের জানান, তাঁরা তিন বছর আগে কাজের সন্ধানে ভারতে যান। বেঙ্গালুরু শহরে কাজ করতেন এবং সেখানে বসবাস করতেন। ঈদ উপলক্ষে বাড়িতে ফেরার পথে আইন প্রয়োগকারী সংস্থা তাঁদের আটক করে। মোছা. শাহনেওয়াজ বেগম ভারতীয় নাগরিক। তাঁর বাড়ি ভারতের গুজরাট শহরে। তিনি তাঁদের সঙ্গে বাংলাদেশে বেড়াতে আসছিলেন।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হুমায়ুন কবির মোল্লা জানান, এ ঘটনায় দুটি মামলা হয়েছে। আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।