গৃহবধূকে হত্যার পর থানায় গিয়ে স্বামীর আত্মসমর্পণ

হত্যাপ্রতীকী ছবি

পটুয়াখালীতে গৃহবধূকে কুপিয়ে হত্যার পর থানায় গিয়ে তাঁর স্বামী আত্মসমর্পণ করেছেন। গতকাল শনিবার দিবাগত রাতে পটুয়াখালী সদর থানায় গিয়ে তিনি আত্মসমর্পণ করেন। এর আগে সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের বলইকাঠি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূর নাম নূরজাহান বেগম (৪০)। নিহতের স্বামীর নাম নূর মোহাম্মদ হাওলাদার (৫০)। তিনি ঢাকার একটি মসজিদে ইমামতি করতেন।

নিহত নূরজাহানের ছেলে বেলাল হাওলাদার বলেন, পারিবারিক কলহের জেরে প্রায়ই বাগ্‌বিতণ্ডার সময় তাঁর মাকে মারধর করতেন বাবা। এ ছাড়া কিছুদিন ধরে মাকে তাঁর বাবার বাড়ি থেকে টাকা আনতে চাপ দিয়ে আসছিলেন বাবা। শনিবার দিবাগত রাত দুইটার দিকে হঠাৎ চিৎকার শুনে ঘুম থেকে উঠেন তিনি (বেলাল) ও তাঁর স্ত্রী। এ সময় ঘরের মেঝেতে তাঁর মাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন তাঁরা। পাশেই একটি ধারালো ছুরি পড়ে ছিল। কিন্তু তাঁর বাবা তখন ঘরে ছিলেন না।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহম্মেদ বলেন, স্ত্রী নূরজাহান বেগমকে হত্যার দায় স্বীকার করে স্বামী নূর মোহাম্মদ থানায় আত্মসমর্পণ করেছেন। অভিযুক্ত নূর মোহাম্মদ এখন পুলিশের হেফাজতে আছেন। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।