চাঁদপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মামলা, একজন গ্রেপ্তার
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় এক গৃহবধূকে (৩৫) ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ১০টায় ওই গৃহবধূ বাদী হয়ে দুজনকে আসামি করে থানায় মামলা করেন। এ ঘটনায় গতকাল রাতেই পুলিশ আসামি আবদুল মজিদকে গ্রেপ্তার করেছে।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই নারী পরিবার নিয়ে ঢাকায় থাকেন। কয়েক দিন আগে তিনি পাওনা টাকা আদায় করার জন্য ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসেন। গত সোমবার রাত ১১টায় ওই নারী বসতঘর থেকে খানিকটা দূরে টয়লেটে যাচ্ছিলেন। তখন আসামি মো. মামুন (৪৫) মুখ চেপে ধরে বাড়ির পাশে একটি বাগানে নিয়ে তাঁকে ধর্ষণ করেন। এ কাজে তাঁকে সহায়তা করেন আবদুল মজিদ নামের এক ব্যক্তি।
প্রথমে ঘটনাটি চেপে যাওয়ার চেষ্টা করেন ওই নারী। পরে বিষয়টি জানাজানি হয়। গতকাল রাত ১০টায় ওই নারী মো. মামুনকে এক নম্বর আসামি এবং তাঁর সহযোগী মজিদকে দুই নম্বর আসামি করে মতলব উত্তর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন। গতকাল রাতে পুলিশ নিজ বাড়ি থেকে মজিদকে গ্রেপ্তার করে।
ভুক্তভোগী ওই নারী বলেন, এতে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন। মানসম্মানও হারিয়েছেন। পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে ওই দুই ব্যক্তি। তাঁদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি।
অভিযোগের ব্যাপারে মামলার প্রধান আসামি মো. মামুনের সঙ্গে তাঁর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে বন্ধ পাওয়া যায়। স্থানীয় মানুষের ভাষ্য, ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছেন মামুন।
মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক বলেন, মামলার আসামি মজিদকে গ্রেপ্তার করে আজ বুধবার সকালে চাঁদপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার প্রধান আসামিকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।