নারায়ণগঞ্জে সংবাদ সম্মেলন করে যা বললেন ক্যাসিনো–কাণ্ডে আলোচিত সেলিম প্রধান
নিজেকে ‘নির্দোষ ও ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা মামলার শিকার’ দাবি করে সংবাদ সম্মেলন করলেন ক্যাসিনো–কাণ্ডে আলোচিত সেলিম প্রধান। আজ শনিবার বেলা আড়াইটার দিকে নারায়ণগঞ্জ প্রেসক্লাব ভবনের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদের দুই ভাই হারিছ আহমেদ ও জোসেফ আহমেদ ব্যক্তিগত দ্বন্দ্ব থেকে র্যাবকে ব্যবহার করে তাঁকে গ্রেপ্তার করিয়েছেন। পরে তাঁর বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা অভিযোগ তোলা হয়।
সংবাদ সম্মেলনের শুরুতেই একটি ভিডিওতে নিজের বক্তব্য তুলে ধরেন সেলিম প্রধান। ভিডিওতে কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আল–জাজিরার করা ‘অল দ্য প্রাইমিনিস্টার্স ম্যান’ প্রামাণ্যচিত্রের উদ্ধৃতি দেওয়া হয়। বাংলা–ইংরেজির মিশেলে ভিডিওতে সেলিম প্রধান বলেন, ‘আপনি ইমিগ্রেশন পার হওয়ার পর প্লেনের গেট যখন বন্ধ হয়ে যায়, তার মানে হচ্ছে আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। আমার প্লেন রানওয়েতে চলে যায়। বিমান উড্ডয়নের কয়েক সেকেন্ড আগে প্লেন আবার ঘুরে আসে। তখন র্যাবের লোকজন প্লেনের ভেতর ঢুকে জানতে চায় সেলিম প্রধান কে। তখন আমি হাত তুলে বলি “ইটস মি”। আমি তো কিছুই জানি না। আমাকে তখন র্যাব বলে, তাদের সঙ্গে যেতে হবে। তারপর তো এই ক্যাসিনো, ক্যাসিনো, ক্যাসিনো...। আমি এখনো জানি না ক্যাসিনো কোথায়। বারবার বলা হলো আমি অনলাইন ক্যাসিনো গডফাদার, আমার শত শত কোটি টাকা। তাহলে কোথায় সেগুলো, আমি তা দেখতে চাই।’
সেলিম প্রধান বলেন, ‘যা–ই হোক, চার বছর এক দিন পর আমি ফিরে এসেছি। আই অ্যাম ব্যাক। আমি বলতে চাই, আমার জীবনে কোনো কিছুই অনৈতিক নেই। জীবনে আমি কোনো অন্যায় কাজ করি নাই। আগেও আমি পলিটিকসে ছিলাম, আছি, ভবিষ্যতেও থাকব। এবং আপনাদের সামনে একদিন সত্যটা নিয়ে আসব।’
পরে সেলিম প্রধানের পক্ষে আইনজীবী কামাল আহমেদ লিখিত বক্তব্যে বলেন, ‘একটি বাহিনীর সাবেক প্রধান কর্মকর্তার দুই ভাই (হারিছ আহমেদ ও জোসেফ আহমেদ) পরিকল্পিতভাবে আমাকে ফাঁসিয়ে দিয়েছে। আন্তর্জাতিক মিডিয়া আল–জাজিরায় তাদের নিয়ে ভিডিও প্রকাশিত হয়েছে। সেখানে হারিছ স্পষ্ট করে বলেছে, আমাকে কীভাবে ফাঁসানো হয়েছে, কীভাবে ক্ষমতার অপব্যবহার করে র্যাব দিয়ে আমাকে প্লেন থেকে আটক করা হয়েছে।’
সংবাদ সম্মেলনে সেলিম প্রধানের রুশ স্ত্রী আনা প্রধান, তিন সন্তান, তাঁর পক্ষের আইনজীবী ও কয়েকজন ব্যক্তিগত দেহরক্ষী উপস্থিত ছিলেন।
২০১৯ সালে র্যাবের হাতে গ্রেপ্তার হন সেলিম প্রধান। তিনি দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় চার বছর সাজা খেটেছেন। তাঁর বিরুদ্ধে আরও তিনটি মামলা বিচারাধীন। অনলাইন ক্যাসিনোর মূল হোতা হিসেবে সাজাপ্রাপ্ত সেলিম প্রধান এবার নারায়ণগঞ্জের রূপগঞ্জে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন।