আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সাতক্ষীরায় বৈষম্যবিরোধীদের মশালমিছিল
গাজীপুরে শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও গণহত্যাকারী দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে সাতক্ষীরায় মশালমিছিল করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতা-কর্মীরা।
আজ রোববার সন্ধ্যা সাতটায় শহরের খুলনা রোড মোড়ের শহীদ আসিফ চত্বর থেকে এ মশালমিছিল শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নিউমার্কেট এলাকায় গিয়ে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলার আহ্বায়ক মো. আরাফাত রহমান ও যুগ্ম আহ্বায়ক নাজমুল হোসেন। মিছিলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা অংশ নেন।
মিছিলে নেতা-কর্মীরা ‘আওয়ামী লীগের আস্তানা, এই বাংলায় রাখব না’, ‘ক্ষমতা না জনতা, জনতা জনতা’, ‘আওয়ামী লীগের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’, এক দফা এক দাবি, ফ্যাসিবাদ নিপাত যাক, মুজিববাদ নিপাত যাক’সহ বিভিন্ন ধরনের স্লোগান দেন। পরে শিক্ষার্থীরা গাজীপুরে ছাত্রদের ওপর হামলাকারী আওয়ামী লীগের নেতা-কর্মীদের গ্রেপ্তার ও গণহত্যাকারী দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়ে বক্তব্য দেন।