চট্টগ্রামে খালে গোসল করতে নেমে নিখোঁজ এক শিশুর লাশ উদ্ধার

চট্টগ্রামের চাক্তাই খালে ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান। গতকাল বিকেলেপ্রথম আলো

চট্টগ্রাম নগরের চাক্তাই খালে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আজ বুধবার সকাল ছয়টার দিকে পাশের রাজাখালী খাল থেকে তাকে উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে শিশুর পরিচয় জানা যায়নি। তার বয়স সাত থেকে আট বছর। শিশুটিকে উদ্ধারের পর ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান বন্ধ ঘোষণা করে। এর আগে দুই শিশুর ভেসে যাওয়ার কথা প্রচারিত হলেও ফায়ার সার্ভিস জানতে পারে, প্রকৃতপক্ষে খালে একটি শিশুই ভেসে গেছে।

ফায়ার সার্ভিস জানায়, ভোরে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসকে খবর দেন লামারবাজার ফায়ার সার্ভিসের সামনে রাজাখালী খালে এক শিশুর লাশ ভেসে উঠতে দেখা গেছে। পরে স্টেশন থেকে একটি দল গিয়ে লাশ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন লামারবাজার ফায়ার স্টেশনের স্টেশন লিডার মোহাম্মদ আফজাল খান। তিনি প্রথম আলোকে বলেন, সকাল ছয়টার দিকে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে রাজাখালী খাল থেকে এক শিশুর লাশ উদ্ধার করা হয়। লাশ পুলিশের কাছে হস্তান্তর করা হবে। স্থানীয় যে বৃদ্ধ প্রথমে দুজন নিখোঁজের বিষয়ে বলেছেন, পরে তিনি একজনের কথা বলেছেন। তাই উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে।

গতকাল মঙ্গলবার বিকেল চারটার দিকে নগরের ফিশারিঘাট এলাকার চাক্তাই খালের স্লুইসগেটের পাশে গোসল করতে নেমে নিখোঁজ হয় শিশুটি। এদিন তাকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রায় চার ঘণ্টা তল্লাশি চালিয়েও সন্ধান পায়নি। পরে রাত আটটায় উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়।

খালে ভেসে ওঠা শিশুর লাশ। আজ সকালে চট্টগ্রামের চাক্তাই এলাকায়
প্রথম আলো।

স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে ফায়ার সার্ভিস জানায়, বিকেল চারটার দিকে শিশুটি গোসল করতে নেমেছিল। প্রত্যক্ষদর্শী এক বৃদ্ধ প্রথমে দুজন শিশুর কথা বললেও আজ সকালে তিনি ফায়ার সার্ভিসকে একজন শিশুর ভেসে যাওয়ার কথা বলেছেন। তাই অভিযানও শেষ করে ফায়ার সার্ভিস।

এর আগে গত রোববার নগরের আগ্রাবাদ এলাকার নাসির খালে পড়ে মারা যায় জসিম নামের সাত বছর বয়সী এক শিশু। গত ২৭ মে ঘূর্ণিঝড় রিমালের পর নগরের আছদগঞ্জের কলাবাগিচা খালে পড়ে এক যুবকের মৃত্যু হয়। গত তিন বছরে চট্টগ্রাম নগরের নালা ও খালে পড়ে অন্তত নয়জনের মৃত্যু হয়েছে।