কুমিল্লায় পড়ানোর সময় শিক্ষককে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ১
কুমিল্লায় নিজ বাড়িতে ছাত্রদের পড়ানোর সময় গোলাম রসুল ওরফে লিটন (৪৮) নামের এক শিক্ষককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। গতকাল বুধবার সন্ধ্যায় সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা দক্ষিণ ইউনিয়নের নলকুড়ি গ্রামে এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত গোলাম রসুল নলকুড়ি গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে। তিনি স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলে শিক্ষকতা করতেন। সন্ধ্যার দিকে কয়েকজন শিক্ষার্থীকে বাড়িতে প্রাইভেট পড়াতেন তিনি। হত্যার ঘটনায় গ্রেপ্তার সাফায়াত আলী (৩০) একই গ্রামের বাসিন্দা।
এ ঘটনায় আজ বৃহস্পতিবার দুপুরে নিহত গোলাম রসুলের স্ত্রী মাহবুবা এলেন বাদী হয়ে সদর দক্ষিণ মডেল থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় দুজনকে আসামি করা হয়েছে। মাহবুবা বলেন, লিটনের কোনো শক্র ছিল না। তিনি এই হত্যাকাণ্ডের বিচার চান।
সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন বলেন, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। আজ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। ওসি বলেন, হত্যাকাণ্ডের পেছনের কারণ খুঁজতে গ্রেপ্তার সাফায়াতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মামলার অপর আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মধ্যে গতকালও বাড়িতে ছাত্রদের পড়াচ্ছিলেন গোলাম রসুল। এ সময় একই এলাকার বাসিন্দা সাফায়াত শিক্ষক গোলাম রসুলকে প্রকাশ্যে দেশি অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেন। হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে রাত ৯টার দিকে অভিযান চালিয়ে অভিযুক্ত সাফায়াতকে আটক করে।