কমলগঞ্জে ধলাই নদ থেকে অবৈধ বালু তোলা বন্ধের দাবিতে চার গ্রামের মানুষের সমাবেশ

ধলাই নদ থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও প্রতিবাদ সভা। আজ মঙ্গলবার সকালে মৌলভীবাজারের কমলগঞ্জের পশ্চিম জসমতপুর এলাকায়ছবি: প্রথম আলো

মৌলভীবাজারের কমলগঞ্জে ধলাই নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন স্থানীয় বাসিন্দারা। আজ মঙ্গলবার সকালে উপজেলার রহিমপুর ইউনিয়নের পশ্চিম জসমতপুর এলাকায় এ কর্মসূচিতে অংশ নেন জসমতপুর, দক্ষিণ ধর্মপুর, পাথরটিলা ও কালাছড়া গ্রামের পাঁচ শতাধিক মানুষ।

স্থানীয় বাসিন্দা আয়ুব আলীর সভাপতিত্বে ও নজরুল ইসলামের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য দেন স্থানীয় কামাল মিয়া, আব্দুর রউফ, আজাদ মিয়া, নাসির মিয়া, আমির আলী, তাহির মিয়া, জুয়েল মিয়া, হৃদয় মিয়া প্রমুখ।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, দীর্ঘদিন থেকে উপজেলার রহিমপুর ইউনিয়নের জসমতপুরসহ আশপাশের কয়েকটি এলাকায় ধলাই নদ থেকে অবৈধভাবে ইজারা ছাড়াই বালু উত্তোলন করছে কিছু প্রভাবশালী মহল। প্রভাবশালী ইজারাদারের লোকজন নিয়মবহির্ভূতভাবে জসমতপুর মৌজায় ড্রেজার মেশিন বসিয়ে নদীর তলদেশ থেকে দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করছেন। এতে নদীতীরবর্তী হাটবাজার, একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান, ফসলি জমি ও বসতবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার উপক্রম হয়েছে। শিগগিরই বালু তোলা বন্ধ করা না হলে আগামী বর্ষায় নদী রক্ষা বাঁধ ভেঙে বড় ধরনের ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। এসব বিষয় নিয়ে বিভিন্ন দপ্তরে একাধিক অভিযোগ করার পরও কোনো প্রতিকার পাওয়া যায়নি।

বালু উত্তোলনকারীরা প্রভাবশালী হওয়ায় এলাকার লোকজন প্রতিবাদ করতে পারেন না উল্লেখ করে বক্তারা আরও বলেন, ধলাই নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে তীর রক্ষা বাঁধ, ফসলি জমি, ঘরবাড়ি ধলাই নদে বিলীন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এসব অবৈধ বালু উত্তোলনকারীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে না পারলে আবাদি জমি, নদীতীর রক্ষা বাঁধ, ঘরবাড়ি নদে বিলীন হয়ে যাবে।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাখন চন্দ্র সূত্রধর প্রথম আলোকে বলেন, ‘অবৈধভাবে বালু তোলা বন্ধ করতে আমাদের অভিযান অব্যাহত আছে। আমরা গত কয়েক দিনে তিনটি ড্রেজার মেশিন তুলে নিয়ে এসেছি। এখন বালু উত্তোলন বন্ধ রয়েছে।’