অনুমতি ছাড়া কর্মসূচি পালন নিষিদ্ধ করল প্রশাসন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও ক্যাম্পাস–সংলগ্ন এলাকায় যেকোনো ধরনের সমাবেশ ও কর্মসূচি করতে হলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের অনুমতি নিতে হবে। অনুমতি ছাড়া কেউ মিছিল-মিটিং, মানববন্ধনসহ যেকোনো কর্মসূচি করলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আজ সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তানভীর মোহাম্মদ হায়দার আরিফ স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই বিজ্ঞপ্তির পর শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ প্রশাসনের এই সিদ্ধান্তের প্রশংসা করে বিশ্ববিদ্যালয়–সংশ্লিষ্ট বিভিন্ন ফেসবুক গ্রুপে লেখালেখি করছেন। আবার কেউ প্রশাসনের এই সিদ্ধান্তের বিরোধিতা করছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি কোনো ভুল বা অনিয়ম করে এর প্রতিবাদ জানাতেও প্রশাসনের অনুমতি লাগবে কি না, এমন প্রশ্নও করছেন শিক্ষার্থীরা।

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তানভীর মোহাম্মদ হায়দার আরিফ প্রথম আলোকে বলেন, ‘উপাচার্যের নির্দেশে এই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। ৬ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয় খুলবে। তখন বিভিন্ন ইস্যু নিয়ে একই সময়ে একাধিক পক্ষ  যদি একই জায়গায় কর্মসূচি দেয় তাহলে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। এই বিশৃঙ্খলা এড়াতে ও নিরাপত্তা নিশ্চিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরে যদি উপাচার্য নির্দেশ দেন, তাহলে এই সিদ্ধান্ত প্রত্যাহার হতে পারে।’