খেজুরের রস খেয়ে বাড়ি ফিরছিলেন ১০ বন্ধু, পথে ট্রাকের ধাক্কায় নিহত ২
দিনাজপুরের বীরগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার ভোগনগর ইউনিয়নের কবিরাজহাট এলাকায় দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবকেরা হলেন চিরিরবন্দর উপজেলার মশালপুর গ্রামের স্কুলশিক্ষক কৌশিক রায়ের ছেলে মাধব রায় (৩০) এবং একই উপজেলার নানীয়াটিকর এলাকার বাসিন্দা দীপু রায় (২৪)। নিহত দুজনই শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চিরিরবন্দর থেকে ৫টি মোটরসাইকেলে ১০ বন্ধু ঠাকুরগাঁও জেলার নারগুন খেজুরবাগান এলাকায় রাতে খেজুরের রস খেতে গিয়েছিলেন। সকালে মোটরসাইকেলে একসঙ্গে বাড়ি ফিরছিলেন তাঁরা। এ সময় বীরগঞ্জ থেকে ঠাকুরগাঁওগামী একটি ট্রাকের সঙ্গে ওই বহরের একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান চালকের আসনে থাকা মাধব রায়। স্থানীয় লোকজন ওই মোটরসাইকেলের আরেক আরোহী দীপু রায়কে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাঁরও মৃত্যু হয়। ট্রাকটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন সেটি আটক করেছেন।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর ঘটনাটি নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। ঠাকুরগাঁও নারগুন খেজুরবাগান থেকে ফেরার পথে ট্রাকের সঙ্গে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকদের স্বজনেরা এসেছেন। তাঁদের সঙ্গে কথা বলে পরবর্তী আইনি প্রক্রিয়া গ্রহণ করা হবে। ইতিমধ্যে ট্রাকটিকে আটক করা হয়েছে।