নেশার টাকা না পেয়ে মাকে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার

প্রতীকী ছবি

ময়মনসিংহের ভালুকা উপজেলায় নেশার টাকা না পেয়ে মাকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার রাতে উপজেলার খারুয়ালী গ্রামে এ ঘটনা ঘটে। পরে পুলিশ রাতেই ওই নারীর অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তার করেছে।

নিহত নারীর নাম রুপিনা বেগম (৫৫)। তিনি উপজেলার খারুয়ালী গ্রামের শাহাব উদ্দিনের স্ত্রী। রুপিনা বেগম গৃহিণী ছিলেন।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, রুপিনা বেগমের স্বামী বেশ কয়েক বছর আগে মারা গেছেন। তাঁর চার ছেলে-মেয়ে। বড় ছেলে মো. সুজনের রোজগারে চলে পাঁচজনের সংসার। আরেক ছেলে জনি (২২) নেশাগ্রস্ত। গতকাল সন্ধ্যায় জনি তাঁর মায়ের কাছে ২০০ টাকা চান। এতে অপারগতা প্রকাশ করেন রুপিনা। টাকা না পেয়ে জনি তাঁর মায়ের ওপর চড়াও হন। একপর্যায়ে দা দিয়ে রুপিনা বেগমের ঘাড়ের বাঁ পাশে কোপ দেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দা জব্দ করে।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নেশাগ্রস্ত যুবক জনি পালিয়ে যাওয়ার পথে রাতেই বিরুনীয়া গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় নিহত রুপিনার আরেক ছেলে রনি বাদী হয়ে হত্যা মামলা করেছেন।