সুনামগঞ্জে প্রথমা প্রকাশনের ছয় দিনব্যাপী বইমেলার উদ্বোধন

সুনামগঞ্জে প্রথমা প্রকাশনের বইমেলার বই দেখছেন অতিথি ও পাঠকেরা। সোমবার বিকেলে শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে
ছবি: প্রথম আলো

সুনামগঞ্জ শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে প্রথমা প্রকাশনের ছয় দিনব্যাপী বইমেলা শুরু হয়েছে।

সোমবার বিকেলে সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী এ মেলার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে লেখক, কবিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মেলা চলবে ২৭ মে পর্যন্ত।

অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ রজত কান্তি সোম, কবি মুনমুন চৌধুরী, সুনামগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান রোখসানা পারভিন চৌধুরী, লেখক সুখেন্দু সেন, সিলেটের এমসি কলেজের সহযোগী অধ্যাপক মো. বিল্লাল হোসেন, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ চান মিয়া প্রমুখ। স্বাগত বক্তব্য দেন প্রথমা প্রকাশনের ব্যবস্থাপক জাকির হোসেন, অনুষ্ঠান সঞ্চালনা করেন সুনামগঞ্জে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক খলিল রহমান।

কবি মুনমুন চৌধুরী বলেন, ‘আমাদের কাছে এখনো বইয়ের ঘ্রাণ প্রিয়। আমরা বই পড়ে পড়েই বড় হয়েছি। কিন্তু আমাদের সন্তানেরা সেভাবে বই পড়ছে না। তারা মুঠোফোনে ডুবে আছে। বইয়ের প্রতি তাদের আগ্রহী করে তুলতে এমন সব আয়োজন ভূমিকা রাখবে।’

প্রথমা প্রকাশন বই প্রকাশে মানের দিকটায় গুরুত্ব দেয় উল্লেখ করে অধ্যাপক রোখাসান পারভিন চৌধুরী বলেন, ‘বই পড়ব। তবে সঠিক বই নির্বাচন একটা গুরুত্বপূর্ণ বিষয়। প্রথমা প্রকাশন বাছাই করে বই প্রকাশ করে, এটা আমার ভালো লাগে।’

সুনামগঞ্জে বইমেলা আয়োজনের জন্য প্রথমা প্রকাশনকে ধন্যবাদ জানান জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী। বক্তব্যে তিনি বলেন, যাঁরা বই পড়েন, তাঁরা চিন্তাচেতনায় অগ্রসর। বই এখন নানা মাধ্যমে পড়া যায়। কিন্তু ছাপা বই পড়ার আনন্দই আলাদা।

ফিটা কেটে বইমেলার উদ্বোধন করছেন জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীসহ অতিথিরা
ছবি: প্রথম আলো

পৌরসভায় একটি লাইব্রেরি প্রতিষ্ঠা করছেন উল্লেখ করে পৌর মেয়র নাদের বখত বলেন, ‘তরুণ প্রজন্মকে বই পড়ায় উৎসাহিত করতে হবে। আমরা যে যা-ই করি, বই পড়ার জন্য একটা সময় বের করতেই হবে। এটা নিজের সমৃদ্ধির জন্যই দরকার।’

বই মননকে ঋদ্ধ করে এবং আনন্দ দেয় উল্লেখ করে সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ রজত কান্তি সোম বলেন, ‘বই পড়ি বলেই বেঁচে আছি। আমার কাছে বই পড়া পরম আনন্দের। নিজেকে জানা, জগৎকে জানার অন্যতম মাধ্যম বই।’

আয়োজকেরা জানিয়েছেন, আয়োজনে সহযোগিতা করছেন প্রথম আলো বন্ধুসভার সদস্যরা। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত মেলা চলবে। মেলায় প্রথমা প্রকাশনের বই ৩০ থেকে ৬০ শতাংশ এবং অন্যান্য প্রকাশনীর বই ২৫ শতাংশ ছাড়ে বিক্রি হচ্ছে।