সংস্কারের কথা বলে আপনারা লুকোচুরি খেলছেন : রুহুল কবির রিজভী
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘সংস্কারের কথা বলে আপনারা লুকোচুরি খেলছেন জনগণের সাথে। একবার বলেন ডিসেম্বর, একবার বলেন মার্চ, এবার বলেন জুন। কেন এই লুকোচুরি? অন্তর্বর্তীকালীন সরকার কেন এই লুকোচুরি করবে?’
আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ী ইউনিয়নের তামাই গ্রামে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি ও চৌহালী) নির্বাচনী এলাকার জনসাধারণের মধ্যে আমিরুল ইসলাম খানের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ অনুষ্ঠানের রিজভী এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, সংস্কার তো চলমান প্রক্রিয়া। সংস্কার তো করবে, জনগণের দ্বারা নির্বাচিত যে সংসদ এবং যারা সরকারে আসবে, তারা সংস্কারকে আইনিকরণ করবে। আপনারা সংস্কারে একটা প্রস্তাব দিতে পারেন।’
কুমিল্লার মুরাদনগরসহ বিভিন্ন জেলায় বিএনপি নেতা-কর্মীদের গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হচ্ছে অভিযোগ করে রুহুল কবির রিজভী বলেন, ‘শেখ হাসিনা যেমন ঈদের আগে পুলিশকে দিয়ে গ্রেপ্তার–বাণিজ্য করাত, রাস্তা থেকে যুবদল ছাত্রদলের ছেলেদেরকে ধরে ফেলত। ধরে নিয়ে টাকা দিলে ছেড়ে দিত। টাকা না দিলে জেলে দিত। আবার জামিন নিয়ে জেলগেট পার হলেই আবার ধরে ফেলত, টাকা না দিলে। এই বাণিজ্যই তো শেখ হাসিনা করে দেশটাকে এক জঘন্য পরিস্থিতির মধ্যে নিয়ে গেছে। সেই অনাচারের পুনরাবৃত্তি ড. ইউনুস সাহেবের সরকারের সময় কেন হবে এটাই আজকে প্রশ্ন।’
বিএনপির ত্যাগের ইতিহাস স্মরণ করিয়ে দিয়ে রুহুল কবির রিজভী বলেন, এটি এমন একটি দল, যার হাজার হাজার নেতা-কর্মী খুন, গুম ও পঙ্গুত্বের শিকার হয়েছে। লাখ লাখ নেতা-কর্মী কারাগারে বছরের পর বছর কাটিয়েছেন, তবুও তাঁরা রাজপথ ছাড়েননি। অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ার করে তিনি বলেন, ‘এখনো আমরা আপনাদের প্রতি সহনশীল আচরণ করছি, কিন্তু যদি আপনারা নির্বাচন নিয়ে টালবাহানা করেন, তাহলে শিগগিরই কঠোর সমালোচনা ও আন্দোলনে নামতে আমরা পিছপা হব না।’
বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা বিএনপি সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক আমিরুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা বিএনপির সহসভাপতি অমর কৃষ্ণ দাস, জেলা বিএনপির সহসাধারণ সম্পাদক আবু শামীম, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সভাপতি জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক, সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম, জেলা বিএনপির সদস্য গোলাম আজম, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আলতাফ হোসেন, উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব আবদুল মান্নান, চৌহালী বিএনপির সাবেক সভাপতি জাহিদ হোসেন, সাবেক যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।
[সংশোধনী: প্রতিবেদনটি প্রথমে ‘গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য কোনো ধরনের সংস্কার নয়: রুহুল কবির রিজভী’ শিরোনামে প্রকাশিত হয়েছিল। তবে অনুষ্ঠানে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এমন বক্তব্য দেননি। অনিচ্ছাকৃতভাবে তাঁর বক্তব্য ভিন্নভাবে প্রকাশের বিষয়টি নজরে আসায় প্রতিবেদনটি সংশোধন করা হয়েছে।]