কুমিল্লায় শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ভারতের নাগরিক গ্রেপ্তার

গ্রেপ্তারপ্রতীকী ছবি

কুমিল্লার দাউদকান্দিতে ৯ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে তাজিনদার সিং (৫০) নামের ভারতের এক নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার একটি গ্রাম থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার তাজিনদার সিং উপজেলার মোহাম্মদপুর এলাকায় অ্যাগ্রোএমবুস লিমিটেড নামের একটি কারখানায় প্রকৌশলী হিসেবে কর্মরত। তাঁর বাড়ি ভারতের পাঞ্জাবের লুধিয়ানা শহরে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সকালে তাজিনদার শিশুটিকে বাড়ির পাশে একা পেয়ে কাছে ডাকেন। পরে নির্জন স্থানে নিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন এসে তাজিনদার সিংকে আটক করেন। গণপিটুনির পর তাঁকে পুলিশে সোপর্দ করা হয়। দাউদকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিয়ে তাজিনদারকে থানায় নিয়ে যায় পুলিশ।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুনায়েত চৌধুরী বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনে ভারতের ওই নাগরিকের বিরুদ্ধে মামলা হয়েছে। আদালতের মাধ্যমে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।