ধামরাইয়ে লিকেজ থেকে গ্যাস বিস্ফোরণে স্বামী-স্ত্রী দগ্ধ
ঢাকার ধামরাইয়ে লিকেজ থেকে গ্যাস বিস্ফোরণে স্বামী ও স্ত্রী দগ্ধ হয়েছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে ধামরাই পৌরসভার কুমড়াইল এলাকায় এ ঘটনা ঘটে। তাঁদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে।
দগ্ধ ব্যক্তিরা হলেন টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাসিন্দা আসিফ (২৪) ও তাঁর স্ত্রী শান্তা (২১)। তাঁরা ধামরাই উপজেলার কুমড়াইলে ভাড়া বাসায় থাকতেন। আসিফ রিকশাচালক ও তাঁর স্ত্রী একটি কারখানায় শ্রমিকের কাজ করেন।
স্থানীয় লোকজন বলেন, রাত পৌনে ১২টার দিকে কুমড়াইল এলাকায় কুববাত হোসেন নামের এক ব্যক্তির দ্বিতল ভবনের নিচতলার বাসার একটি কক্ষে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। দুই কক্ষবিশিষ্ট ওই বাসায় আসিফ ও তাঁর স্ত্রী শান্তা থাকেন। বিস্ফোরণে দুটি কক্ষের তিনটি পাকা দেয়ালের বেশ কিছু অংশ ভেঙে যায়। বিস্ফোরণের পর আগুনে কিছু আসবাব পুড়ে যায়। আগুন লাগার পরপরই কক্ষ থেকে আসিফ-শান্তা দম্পতি বের হয়ে আসেন। এ সময় তাঁদের শরীরের বিভিন্ন অংশ আগুনে ঝলসানো ছিল। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নেভান।
একই ভবনের অপর ভাড়াটে রজ্জব আলী বলেন, ‘রাতে বিকট শব্দ শুনে সেখানে গিয়ে আগুন দেখতে পাই। পরে আগুন নিভিয়ে ফেলি। আগুনে দগ্ধ দুজনকে রিকশায় করে হাসপাতালে পাঠানো হয়।’
ধামরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা সোহেল রানা প্রথম আলোকে বলেন, বাড়িটিতে তিতাস গ্যাসের সংযোগ আছে। তবে ওই দম্পতি কক্ষে সিলিন্ডার গ্যাসও ব্যবহার করতেন। সিলিন্ডারটি অক্ষত পাওয়া গেছে এবং সিলিন্ডারে গ্যাসও রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিতাসের গ্যাসের সংযোগ লিকেজ থেকে ঘরে জমে থাকা গ্যাস বিস্ফোরণে এ দুর্ঘটনা ঘটছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে। দগ্ধ ব্যক্তিদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।