হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার সিলেট জেলা বৈষম্যবিরোধীদের আহ্বায়ক আকতারের জামিন
সিলেটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ইফতার মাহফিলে হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলার আহ্বায়ক আকতার হোসেনের জামিন মঞ্জুর হয়েছে।
আজ রোববার বেলা আড়াইটার দিকে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত–২–এর বিচারক ছগির আহমেদ জামিন মঞ্জুর করেন। এর আগে আজ ভোরে সিলেটের জালালাবাদ থানার হাউশা এলাকা থেকে আকতার হোসেনকে গ্রেপ্তার করা হয়।
আজ বেলা সাড়ে তিনটার দিকে জামিনের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন আকতার হোসেনের আইনজীবী আহমেদ ওবায়দুর রহমান। তিনি বলেন, তাঁর মক্কেলকে আদালতে নিতে দেরি হয়েছে। এ জন্য জামিন শুনানিও দেরিতে হয়েছে। তাঁকে আদালত থেকে কারাগারে নেওয়া হয়েছে। জামিন মঞ্জুরের পর আদালত থেকে কাগজপত্র কারাগারে নেওয়ার প্রস্তুতি চলছে। কারাগারে কাগজপত্র পৌঁছার পর দ্রুতই জামিনে মুক্তি পাবেন আকতার হোসেন।
গতকাল সিলেটের বালুচর এলাকার একটি কনভেনশন হলে এনসিপির উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দায়িত্বশীল কাউকে বক্তব্যের কোনো সুযোগ না দেওয়া, বিভিন্ন উপজেলাভিত্তিক ইফতারির টেবিল সংরক্ষিত থাকলেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জন্য কোনো টেবিল সংরক্ষিত না রাখা প্রভৃতি বিষয়ে নিয়ে দুই পক্ষের মধ্যে হট্টগোল হয়। এ সময় হাতাহাতির ঘটনা ঘটে।
ইফতার মাহফিলে হামলার অভিযোগে গতকাল শনিবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য মাহবুবুর রহমান বাদী হয়ে শাহপরান থানায় মামলা করেন। এতে সিলেট জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আকতার হোসেনসহ ৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়।