সাঈদীর মৃত্যুতে ফেসবুকে পোস্ট, ছাত্রলীগের ৬ নেতা বহিষ্কার
মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ায় গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের ছয় নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃত নেতারা হলেন কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মোস্তাফিজুর রহমান, হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, ইমন সরদার, উপসমাজসেবা সম্পাদক সোহাগ শরিফ ও নিজামকান্দি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. সোহাগ মোল্যা।
আজ শুক্রবার বিকেলে উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. আজাদ হোসেন মৃধা ও সাধারণ সম্পাদক মাসুম শেখ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে, সংগঠনের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকায় সংগঠন থেকে তাঁদের সাময়িক বহিষ্কার করা হলো। পাশাপাশি তাঁদের স্থায়ীভাবে বহিষ্কারের জন্য জেলা ছাত্রলীগ বরাবর সুপারিশ করা হয়েছে।
জানতে চাইলে উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. আজাদ হোসেন মৃধা প্রথম আলোকে বলেন, জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে ফেসবুকে পোস্ট দেওয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ছাত্রলীগের ওই ছয় নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্যা বলেন, আদর্শের সঙ্গে সাংঘর্ষিক কোনো কিছু হলে ছাত্রলীগ সাংগঠনিক ব্যবস্থা নেবেই। মুক্তিযুদ্ধের আদর্শ নিয়ে ছাত্রলীগ যে রাজনীতি করে, সাময়িক বহিষ্কার হওয়া ওই ছয় নেতা সেটা ভঙ্গ করেছেন। এ জন্য তাঁদের সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া স্থায়ীভাবে বহিষ্কারের জন্য সুপারিশ করা হয়েছে।