দোহারে ছুরিকাঘাতে আহত কিশোরের মৃত্যু
ঢাকার দোহারে পূর্বশত্রুতার জের ধরে ছুরিকাঘাতে আহত এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত কিশোরের নাম মো. পিয়াস (১৭)।
আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পিয়াস নবাবগঞ্জ উপজেলার আগলা ইউনিয়নের ছাতিয়া গ্রামের মুকুল শরীফের ছেলে।
খোঁজ নিয়ে জানা যায়, গত শনিবার দোহার উপজেলার দোহার ঘাটা গ্রামের বাসিন্দা আবুল আকনের ছেলে কিশোর গ্যাংয়ের সদস্য রাফিদ হোসেন (১৮) দোহার মাছবাজার এলাকায় পিয়াসকে উপর্যুপরি ছুরিকাঘাত করেন। এতে সে গুরুতর আহত হয়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে পিয়াসকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেও তার অবস্থার অবনতি ঘটলে গত রোববার পিয়াসকে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। তিন দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে পিয়াসের মৃত্যু হয়।
এ ঘটনায় গত শনিবার পিয়াসের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করা হয়। এ মামলায় প্রধান আসামি রাফিদকে আটক করেছে পুলিশ। নিহত পিয়াসের মামা তমাল মিয়া বলেন, ‘কিশোর গ্যাংয়ের কারণে আমার ভাগনে প্রাণ হারাল। আর কারও সঙ্গে যেন এমন ঘটনা না ঘটে। আমার ভাগনের হত্যাকারীর বিচার চাই।’
ঢাকা জেলা জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (দোহার সার্কেল) আশরাফুল আলম বলেন, এ ঘটনার মামলার প্রধান আসামি রাফিদকে আটক করা হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে। রাফিদ আদালতে পিয়াস হত্যাকাণ্ডে তাঁর সম্পৃক্ততা থাকার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। এ ঘটনায় আর কোনো যোগসূত্র রয়েছে কি না, এ বিষয়ে তদন্ত চলছে।