ছাত্রীকে যৌন হয়রানি, মামলার পর প্রধান শিক্ষক গ্রেপ্তার
বান্দরবানের আলীকদমে নবম শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে একটি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষককে গ্রেপ্তার করে আজ বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। যৌন হয়রানির শিকার ছাত্রী গতকাল মঙ্গলবার আলীকদম থানায় দুই শিক্ষকের বিরুদ্ধে মামলা করে।
মামলা হওয়ার পর পুলিশ প্রধান শিক্ষককে গ্রেপ্তার করে। অপর আসামি সহকারী শিক্ষককে গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে বলে আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তবিদুর রহমান জানিয়েছেন।
মামলার এজাহারে বলা হয়েছে, ঘরের কাজ করানোর কথা বলে প্রধান শিক্ষক গত ৯ মে ওই ছাত্রীকে তাঁর বাসায় ডেকে নিয়ে যান। এ সময় প্রধান শিক্ষক তাকে যৌন হয়রানি করেন। এই ঘটনার পরেও প্রধান শিক্ষক তাকে (ছাত্রী) বিভিন্নভাবে উত্ত্যক্ত করেন। সাড়া না দেওয়ায় প্রধান শিক্ষক ৮ জুন তাকে ট্রান্সফার সার্টিফিকেট (টিসি) দিয়ে বিদ্যালয় থেকে বের করে দিয়েছেন। টিসি কেন দেওয়া হয়েছে, জানতে চাওয়ায় সহকারী শিক্ষক ‘পরিণাম ভালো হবে না’ বলে ভয়ভীতি দেখাতে থাকেন।
আলীকদম থানার ওসি তবিদুর রহমান প্রথম আলোকে বলেন, প্রধান শিক্ষকের ছাত্রীদের শ্লীলতাহানিসহ আরও অনেক অভিযোগ রয়েছে। কিন্তু কেউ এত দিন মামলা করতে চাননি। এবারে এক ছাত্রী নিরুপায় হয়ে মামলা করেছে। তাঁকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সহকারী শিক্ষককে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।