কুষ্টিয়ায় সড়কে গাছ ফেলে ডাকাতি, হাসপাতালে ভর্তি বাসের চালক

ডাকাতি
প্রতীকী ছবি

কুষ্টিয়ার মিরপুরে সড়কে গাছ ফেলে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ শনিবার ভোরে উপজেলার কুষ্টিয়া–মেহেরপুর আঞ্চলিক মহাসড়কের ভাঙ্গা বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় একটি দূরপাল্লার বাসের যাত্রীদের কাছ থেকে ডাকাতেরা টাকা ও মালামাল লুটে নেয়। ডাকাতদের হামলায় দূরপাল্লার ওই বাসের চালক আমজাদ হোসেন আহত হয়েছেন। পরে তাঁকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন আহত বাসচালক আমজাদ হোসেন সাংবাদিকদের বলেন, ঢাকা থেকে তাঁদের বাসটি রাত পৌনে ১১টার দিকে কুষ্টিয়ার উদ্দেশে রওনা দেয়। কুষ্টিয়ার মজমপুর এলাকায় তাঁদের কাউন্টারে দিবাগত রাত সাড়ে তিনটায় যাত্রী নামিয়ে সাহ্‌রি শেষ করে যাত্রী নিয়ে শেষ গন্তব্যস্থল মেহেরপুর কাউন্টারে যাচ্ছিলেন। ভোররাত সাড়ে চারটার দিকে মিরপুরে সড়কের ওপর গাছ ও একটি ট্রাক আড়াআড়ি রাখা দেখে বাসের গতি কমিয়ে দেন।

এ সময় আমজাদের বাসসহ কয়েকটি ট্রাক ও নছিমন আটকা পড়লে একদল মুখোশধারী ব্যক্তি বাসের জানালার গ্লাস ভেঙে বাসে ঢুকে গাড়ি থামাতে বলে। বাধা দিলে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয়। এতে তাঁর একটি আঙুল কেটে যায়। অস্ত্রের মুখে যাত্রী ও বাসের কর্মীদের মারধর করে তাঁদের কাছ থেকে টাকা, মুঠোফোন, অন্যান্য জিনিসসহ প্রায় দুই লাখ টাকার মালামাল নিয়ে যায়।

আমজাদ হোসেন আরও বলেন, বাসে পাঁচ যাত্রী ও চার কর্মী ছিলেন। এ সময় আটকে পড়া অন্য গাড়িগুলোয়ও ডাকাতি হয়। ডাকাতের মারধরে তিনি আহত হন। এ সময় চালকের সহকারী আমিনের সহযোগিতায় বাস আবার কুষ্টিয়ায় নিয়ে আসেন। এরপর হাসপাতালে ভর্তি হন।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ। যারা এ ঘটনা ঘটিয়েছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।