সাতক্ষীরায় জমি দখল ও হয়রানির অভিযোগে সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মানববন্ধন
সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহরের বড়দল এলাকায় পুলিশের সাবেক এক কর্মকর্তার বিরুদ্ধে জমি দখল ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টার দিকে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন হয়।
মানববন্ধনে বক্তব্য দেন জমির মালিক দেবদাশ পাল, কৃষক দ্বীন আলী, শ্রমিক পিয়ুস সরদার, রবিন গাইন প্রমুখ।
বক্তারা বলেন, ২০১৪ সালে ধুলিহর গ্রামে ৫৮ শতক জমি গ্রামের ব্যবসায়ী প্রদীপ কাঞ্চন সাহার কাছ থেকে কেনেন দেবদাশ পাল। এর পর থেকে দেবদাশ পাল ভোগ দখল করে আসছিলেন। কিন্তু ধুলিহরের বাসিন্দা পুলিশের সাবেক অতিরিক্ত উপমহাপরিদর্শক শাহাদাৎ হোসেন ২০১৭ সালে ওই জমি তাঁর দাবি করে দখলে নেওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে ২০২৩ সালের মে মাসে জোরপূর্বক জমি দখলে নিয়ে জমির মালিকের ছেলে মিলন পালকে মিথ্যা মামলা দিয়ে তিনি জেলে পাঠান। এর পর থেকে অতিরিক্ত উপমহাপরিদর্শক ওই জমি তিনি দখলে রেখেছেন। জমিতে গেলে জমির মালিক ও তাঁর ছেলেকে মারপিট ও মামলা দেওয়ার হুমকি দিচ্ছেন। পুলিশের প্রভাব খাটিয়ে জমি দখলসহ নানাভাবে হয়রানি করে আসছেন পুলিশের সাবেক এই কর্মকর্তা।
মানববন্ধন থেকে দেবদাশ পাল তাঁর জমি ফিরে পেতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন। পাশাপাশি তাঁদের হয়রানি করায় পুলিশের সাবেক এই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
তবে মো. শাহাদাৎ হোসেন বলেন, ওই জমি তাঁর দাদার ছিল। সেখান থেকে তাঁর বাবা ও এখন তিনি মালিক। এসএ রেকর্ড ও বর্তমান রের্কডও তাঁর নামে। শুধু তাই নয়, এ বিষয়ে দেবদাশ পাল আদালতে মামলাও করেছেন। মামলা আদালতে চলমান। আদালতে সিদ্ধান্ত হওয়ার আগে তাঁরা তাঁর সুনাম নষ্ট করার জন্য এসব করছেন।