ফেনীতে দূরপাল্লার বাস বন্ধ, মুক্তিযোদ্ধা ও তাঁদের সন্তানের মানববন্ধন

কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে ফেনীতে চলছে না দূরপাল্লার কোনো যাত্রীবাহী বাস। আজ বৃহস্পতিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপাল এলাকায় গিয়ে দেখা যায়, কিছুসংখ্যক মালবাহী ট্রাক চলাচল করছে। তবে শহরজুড়ে চলমান কোটা সংস্কার আন্দোলন পক্ষে কোনো ধরনের সভা–সমাবেশের খবর পাওয়া যায়নি। এদিকে ফেনী শহরের জিরো পয়েন্ট শহীদ মিনার চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ড।

সকালে ফেনীর একমাত্র পরিবহন স্টার লাইনের কাউন্টারে গিয়ে দেখা যায়, কাউন্টার ফাঁকা পড়ে রয়েছে। শহরের বিভিন্ন স্থানে পুলিশের পাশাপাশি বিজিবিকে টহল দিতে দেখা যায়। তবে অটোরিকশা ও ব্যক্তিগত গাড়ি চলাচল স্বাভাবিক ছিল।

বেলা ১১টার দিকে বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের বিরুদ্ধে শহীদ মিনার চত্বরে আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেন সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল মোতালেব, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক ওমর ফারুক। শেষে একটি মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘যে পতাকার জন্য ৯ মাস যুদ্ধ করেছি, সেই পতাকা মাথায় নিয়ে “রাজাকার, রাজাকার” স্লোগান আমাদের জন্য লজ্জার। আমরা দেশ স্বাধীন না করলে মেধাবীদের অস্তিত্বই থাকত না।’

এ বিষয়ে ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) দীন মোহাম্মদ জানান, ফেনীতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। জেলার সামগ্রিক পরিস্থিতি শান্ত রয়েছে। পুলিশ ও বিজিবি টহল অব্যাহত রয়েছে।