খাগড়াছড়িতে পাহাড়ধসে চার ঘণ্টা সড়ক যোগাযোগ ব্যাহত

খাগড়াছড়ি জেলার মানচিত্র

ভারী বৃষ্টিতে খাগড়াছড়ির গুইমারা উপজেলার মহালছড়ি-জালিয়াপাড়া সড়কে পাহাড়ধসে যান চলাচল ব্যাহত হয়েছে। রোববার বেলা ১১টার দিকে গুইমারা থেকে ৬ কিলোমিটার দূরে সিন্দুকছড়ির ঠান্ডাছড়া এলাকায় পাহাড়ধসের ঘটনা ঘটে।

এ সময় সড়কের দুই দিকে সিএনজিচালিত অটোরিকশা, চাঁদের গাড়ি, পিকআপ, ট্রাকসহ বিভিন্ন ধরনের যান আটকা পড়ে। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

গুইমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান মেমং মারমা প্রথম আলোকে বলেন, গুইমারার হাফছড়ি ইউনিয়নের সিন্দুকছড়ির ঠান্ডাছড়ি এলাকায় ভারী বৃষ্টিতে একটি পাহাড় ধসে পড়ে। এতে বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত যান চলাচল বন্ধ থাকে। পাহাড়ধসের পর সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা মাটির কিছু অংশ সরিয়ে দিলে সীমিত আকারে যান চলাচল শুরু হয়। বৃষ্টি না হলে আজকের মধ্যে রাস্তার সব মাটি সরিয়ে নেওয়া হবে।

স্থানীয় মিল্টন চাকমা প্রথম আলোকে বলেন, ‘সকালে একটি কাজে মোটরসাইকেলে করে সিন্দুকছড়ি বাজারে গিয়েছিলাম। পাহাড়ধসের কারণে আসার সময় রাস্তার মাটি সরানো পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। ঘুরে এলে ১০ কিলোমিটারের রাস্তার জন্য ৬৫ কিলোমিটার ঘুরে আসতে হতো।’