নেত্রকোনায় সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ২
নেত্রকোনার খালিয়াজুরিতে দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। আজ শুক্রবার সকালে ৯ জনের নাম উল্লেখ করে থানায় মামলাটি করেন ভুক্তভোগী মো. শফিকুল ইসলাম।
এর আগে গত বুধবার রাতে খালিয়াজুরি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে হামলার ঘটনা ঘটে। এতে যুগান্তরের খালিয়াজুরি উপজেলা প্রতিনিধি মো. শফিকুর ইসলাম তলুকদারের পাশাপাশি ইত্তেফাকের প্রতিনিধি মো. মহসিন মিয়া হামলার শিকার হন। তাঁরা খালিয়াজুরি উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি। অন্যদিকে মামলার আসামিরা হলেন মোহাম্মদ মোস্তফা, জুলহাস মিয়া, আজিজুল ইসলাম, উজ্জ্বল মিয়া, আবদুল বাতেন, হানিফ মিয়া, তোফাজ্জল হোসেন, সুকুমার বিশ্বাস ও সিরাজ মিয়া। তাঁদের সবার বাড়ি খালিয়াজুরি উপজেলা সদরে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে আটটার দিকে বাদী শফিকুল ইসলাম তালুকদারসহ তিন সাংবাদিক ও কয়েকজন হাসপাতালটির প্রধান ফটকের পাশের একটি চায়ের দোকানের বসে আড্ডা দিচ্ছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত লাঠি, রড ও দেশি অস্ত্র নিয়ে শফিকুল ও মহসিনের ওপর হামলা চালায়। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য গতকাল দুপুরে তাঁদের নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়।
আহত সাংবাদিকেরা জানান, কী কারণে এবং কেন এ হামলা চালানো হয়েছে—তা তাঁরা বুঝতে পারছেন না।
সাংবাদিকদের ওপর হামলার ঘটনার নিন্দা জানানোর পাশাপাশি জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন নেত্রকোনা জেলার সাংবাদিকেরা। এসব দাবিতে গতকাল দুপুরে তাঁরা প্রতিবাদ সভা করেছেন।
সাংবাদিকদের ওপর হামলায় জড়িত থাকার অভিযোগে গতকাল বিকেলে আজিজুল ইসলাম ও সিরাজ মিয়া নামের দুজনকে আটক করে পুলিশ। পরে ওই মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করে খালিয়াজুরি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মকবুল হোসেন তালুকদার বলেন, ওই দুজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের সোপর্দ করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।