ট্রাক থামিয়ে বালু সরাতেই মিলল থরে থরে রাখা ভারতীয় চিনির বস্তা
ট্রাকভর্তি বালু নিয়ে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার পীর হাবিবুর রহমান চত্বর হয়ে একটি ট্রাক ফেঞ্চুগঞ্জের দিকে যাচ্ছিল। এ সময় চত্বরটিতে তল্লাশি চৌকি বসিয়ে যানবাহন তল্লাশি করছিলেন মোগলাবাজার থানা-পুলিশের সদস্যরা। একপর্যায়ে ট্রাকটি থামান তাঁরা। ট্রাকচালক বলেন, ট্রাকে বালু আছে। তবুও পুলিশ সদস্যরা ট্রাকে উঠে বালু সরালে ত্রিপল দিয়ে মোড়ানো অবস্থায় কোনো কিছুর অস্তিত্ব পান। পরে ত্রিপল সরালে ভেতরে থরে থরে সাজানো ভারতীয় চিনির বস্তা বেরিয়ে আসে।
গতকাল শনিবার বিকেলে দক্ষিণ সুরমার পীর হাবিবুর রহমান চত্বর থেকে ট্রাকসহ ভারতীয় এই চিনির চালান জব্দ করা হয়। সেখানে ৩০০ বস্তা চিনি ছিল বলে পুলিশ জানিয়েছে। ট্রাকচালক জাকির হোসেনকেও (৩৪) আটক করা হয়েছে। জাকির জৈন্তাপুর উপজেলার চিকনাগুলের পানিছড়া গ্রামের বাসিন্দা।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মাদ সাইফুল ইসলাম বলেন, পুলিশকে ফাঁকি দিয়ে বালুর নিচে চিনির চোরাচালানের চেষ্টা করা হচ্ছিল। তবে পুলিশ অভিযান চালিয়ে সেগুলো আটক করতে পেরেছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে জাকির হোসেনসহ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছে। মামলায় জাকিরকে গ্রেপ্তার দেখিয়ে আজ রোববার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তিনি বলেন, জব্দকৃত ট্রাক ও চিনি পুলিশের হেফাজতে আছে। আদালতের নির্দেশে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।