থেমে থাকা ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কা, চাকায় পিষ্ট হয়ে চালক নিহত
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় সড়কের পাশে থেমে ছিল একটি ট্রাক। এর নিচে ঢুকে চাকা মেরামতের কাজ করছিলেন চালক। কিছুক্ষণ পরই থেমে থাকা ট্রাকটির পেছনে ধাক্কা দেয় দ্রুতগামী আরেকটি ট্রাক। এ সময় থেমে থাকা ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয়েছেন চালক। আর আহত হয়েছেন তাঁর সহকারী।
আজ শুক্রবার সকাল ছয়টার দিকে উপজেলার পদ্মা উত্তর থানাসংলগ্ন খানবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাফিজুর রহমান (৩০) সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কুপিডাংগা গ্রামের বাসিন্দা। অন্যদিকে এ দুর্ঘটনায় আহত ব্যক্তি আবুল কালাম (৪৫) একই এলাকার বাসিন্দা।
হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানী জানান, আজ সকালে মালবোঝাই একটি ট্রাক রাজধানী ঢাকা থেকে পদ্মা সেতু পার হয়ে গন্তব্যে যাওয়ার কথা ছিল। ট্রাকটি খানবাড়ি এলাকায় পৌঁছালে একটি চাকার হাওয়া কমে যায়। পরে সকাল ছয়টার দিকে ট্রাকটি সড়কের পাশে রেখে চাকার কাজ করছিলেন চালক হাফিজুর। ওই সময় আরেকটি ট্রাক দ্রুতগতিতে ধাক্কা দেয় থেমে থাকা ওই ট্রাকে। এ সময় থেমে থাকা ট্রাকের চাকায় পিষ্ট হয়ে হাফিজুর ঘটনাস্থলেই নিহত হন। তাঁর সহকারীকে আহত অবস্থায় শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, মরদেহ উদ্ধার করে হাসাড়া হাইওয়ে থানায় রাখা হয়েছে। নিহত ব্যক্তির স্বজনদের খবর দেওয়া হয়েছে। অন্য ট্রাকটি রেখে চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। ট্রাক দুটি জব্দ করে থানায় আনা হয়েছে।