গুচ্ছপদ্ধতি থেকে বের হতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে গুচ্ছ ভর্তি–পদ্ধতি থেকে বের হতে মানববন্ধন করেছেন ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ সোমবার বিকেল পৌনে চারটার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনেছবি: প্রথম আলো।

গুচ্ছপদ্ধতি থেকে বের হয়ে স্বতন্ত্রভাবে বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা নেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) একদল শিক্ষার্থী। আজ সোমবার বিকেল পৌনে চারটার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনের সড়কে এ কর্মসূচি পালন করেন তাঁরা। এ সময় শিক্ষার্থীরা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে শাবিপ্রবি গুচ্ছ থেকে বের না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল করেন তাঁরা। এ সময় শিক্ষার্থীরা ‘সাস্টিয়ান সাস্টিয়ান এক হও, লড়াই করো’, ‘আমাদের দাবি মানতে হবে’, ‘গুচ্ছ থেকে বের হতে হবে, সেশনজট কমাতে হবে’, ‘শাবিপ্রবি ক্যাম্পাসে, গুচ্ছপ্রথা চলবে না’, ‘গুচ্ছের ঠিকানা এই ক্যাম্পাসে হবে না’, ‘জটিলপ্রক্রিয়া বন্ধ করো, করতে হবে’, ‘গুচ্ছপ্রথার অপর নাম সেশনজট সেশনজট’ প্রভৃতি স্লোগান দেন।

মানববন্ধনে গণিত বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী হাফিজুল ইসলাম বলেন, ‘গুচ্ছের কারণে সৃজনশীল ও মেধাবী শিক্ষার্থী এ বিশ্ববিদ্যালয়ে আসছেন না। শিক্ষার্থীদের হয়রানি কমানোর জন্য যে উদ্যোগ নেওয়া হয়েছিল, তা ভোগান্তিতে পরিণত হয়েছে; বরং শিক্ষার্থীদের হয়রানিও বাড়ছে। আমরা চাই, গুচ্ছের কুফল ও অভিশাপ থেকে শাবিপ্রবিকে মুক্তি দেওয়া হোক।’

নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তোফাজ্জল হোসেন বলেন, ‘গুচ্ছের কারণে আমরা দীর্ঘ সেশনজটের মধ্যে পড়েছি। গুচ্ছের অভ্যন্তরীণ সমস্যার সমাধান হচ্ছে না। এতে শাবিপ্রবির গুণগত শিক্ষাও হচ্ছে না, স্বাতন্ত্রও থাকছে না। বিশ্বমানের শিক্ষার দিকে ধাবিত হতে পারছে না শাবিপ্রবি।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য ও শাবিপ্রবির রসায়ন বিভাগের শিক্ষার্থী আসাদুল্লাহ আল গালিব বলেন, ‘প্রথমে আমরা গুচ্ছকে স্বাগত জানিয়েছিলাম; কিন্তু গত তিন বছরে এর সফলতা ও স্বাতন্ত্র৵ ধরে রাখতে ব্যর্থ হয়েছে। আমরা বলতে চাই, আমরা কোনো টেস্টিং কিট (পরীক্ষামূলক উপাদান) না। আপনারা পাইলট প্রজেক্ট নেন। যত দিন পর্যন্ত যথাযথ ব্যবস্থা নিতে না পারবেন, তত দিন পর্যন্ত শাবিপ্রবি গুচ্ছমুক্ত থাকতে হবে। বিভাগীয় পর্যায়ে পরীক্ষা নেওয়ার সুযোগ তৈরি করতে হবে।’ তিনি বলেন, ‘আমরা ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিচ্ছি, যদি এর মধ্যে শাবিপ্রবিতে স্বাধীনভাবে পরীক্ষা নেওয়ার ঘোষণা না আসে, তাহলে কঠোর কর্মসূচি দেব।’