বজ্রপাতে চারটি মহিষ হারানো সেই কৃষককে পাওয়ার টিলার কিনে দিলেন চেয়ারম্যান
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার তেলিখালী গ্রামে বজ্রপাতে বর্গাচাষি আলতাফ ফরাজীর (৬০) চারটি মহিষ মারা যায়। হালের সব কটি মহিষ হারিয়ে আলতাফ ফরাজী শোকে মুহ্যমান হয়ে পড়েন। এই কৃষকের দুর্দশার কথা শুনে তাঁকে নতুন একটি পাওয়ার টিলার কিনে দেন তেলিখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শামসুদ্দিন হাওলাদার।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় তেলিখালী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আলতাফ ফরাজীর কাছে পাওয়ার টিলার ও জেলা প্রশাসকের দেওয়া সহায়তার সাড়ে ১৭ হাজার টাকা হস্তান্তর করেন শামসুদ্দিন হাওলাদার। এ সময় তেলিখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বাহাউদ্দীন তালুকদার, ইউপি সদস্য হুমায়ূন সিকদার ও সোলায়মান হাওলাদার, ইউপি সচিব জলিল ফকির উপস্থিত ছিলেন।
গত বুধবার প্রথম আলোর অনলাইন সংস্করণে ‘বজ্রপাতে হালের চার মহিষ হারিয়ে নিঃস্ব আলতাফ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
চেয়ারম্যান শামসুদ্দিন হাওলাদার বলেন, ‘আলতাফ ফরাজীর চারটি মহিষ বজ্রপাতে মারা যায়। মহিষগুলো দিয়ে তিনি জমি চাষ করে সংসার চালাতেন। মহিষের মৃত্যুতে তিনি অনেক ক্ষতিগ্রস্ত হন। আমি ১ লাখ ৭৫ হাজার টাকায় তাঁকে পাওয়ার টিলার কিনে দিয়েছি। এ ছাড়া পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান ওই কৃষককে নগদ সাড়ে ১৭ হাজার টাকা দিয়েছেন।’
গত মঙ্গলবার দুপুরে স্থানীয় মাঠে চরানোর পর মহিষগুলো আলতাফ ফরাজী গোয়াল ঘরে বেঁধে রেখে বাড়ি চলে যান। বিকেলে হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। বজ্রপাতের আঘাতে মহিষগুলো মারা যায়।