নরসিংদীতে জমি নিয়ে বিরোধের জেরে বাড়িতে ঢুকে কৃষককে পিটিয়ে হত্যা

পিটুনিপ্রতীকী ছবি

নরসিংদীর মনোহরদী উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিবেশীর বিরুদ্ধে বাড়িতে ঢুকে কৃষককে পিটিয়ে হত্যা অভিযোগ পাওয়া গেছে। এতে আহত হয়েছেন অপর তিনজন। গতকাল শুক্রবার রাত আটটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই কৃষক মারা যান।

এর আগে বেলা তিনটার দিকে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের বীরগাঁও গ্রামের বাড়িতে ঢুকে প্রতিবেশী ও তাঁর লোকজন পিটিয়ে ওই কৃষককে গুরুতর জখম করেন।

নিহত কৃষকের নাম আইন উদ্দিন (৪০)। তিনি মনোহরদী উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের বীরগাঁও গ্রামের ইছাম উদ্দিনের ছেলে। এ ঘটনায় আহত ব্যক্তিরা হলেন নিহত আইন উদ্দিনের স্ত্রী তাছলিমা আক্তার, ছোট ভাই মাইন উদ্দিন ও তাঁর স্ত্রী মাহমুদা আক্তার।

প্রত্যক্ষদর্শী, স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, বাড়ির সীমানা নিয়ে প্রতিবেশী মো. জালাল উদ্দিনের ছেলে রফিকুল ইসলামের (৩৩) সঙ্গে আইন উদ্দিনের পরিবারের বিরোধ চলছিল। গতকাল দুপুরে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। এর জেরে বেলা তিনটার দিকে রফিকুলের নেতৃত্বে ২০ থেকে ২৫ জন আইন উদ্দিনের বাড়িতে ঢুকে হামলা চালান। এ সময় পিটিয়ে আইন উদ্দিনসহ তাঁর পরিবারের চারজনকে আহত করা হয়। পরে স্বজনেরা দ্রুত আইন উদ্দিনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে রাত আটটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আইন উদ্দিনের ছোট ভাই মাইন উদ্দিন অভিযোগ করেন, জমির বিরোধের জেরে রফিকুল ইসলাম দলবল নিয়ে বাড়িতে হামলা চালিয়ে আইন উদ্দিনকে পিটিয়ে হত্যা করেছেন। ঢাকা মেডিকেল কলেজের মর্গে তাঁর ভাইয়ের লাশের ময়নাতদন্ত চলছে। ময়নাতদন্ত শেষে লাশ নিয়ে বাড়ি ফিরবেন।

ঘটনার পর থেকে অভিযুক্ত রফিকুল ইসলাম ও তাঁর লোকজন পলাতক থাকায় অভিযোগের বিষয়ে কারও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল হোসেন বলেন, নিহত ব্যক্তির পরিবারের সদস্যরা হত্যা মামলা করতে থানায় এসেছেন। লিখিত অভিযোগ পাওয়ামাত্রই মামলা নেওয়া হবে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।