কামারখন্দে চালকলের বয়লার বিস্ফোরণে ১ শ্রমিকের মৃত্যু, আহত ২
সিরাজগঞ্জের কামারখন্দে একটি চালকলের বয়লারে বিস্ফোরণ হয়ে ফজল আলী (৩০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই শ্রমিক আহত হয়েছেন। আজ শুক্রবার ভোরে উপজেলার জামতৈল পশ্চিম পাড়া এলাকায় আজাহার অটো চালকল কারখানায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফজল আলী উপজেলার জামতৈল গ্রামের রবিউল ইসলামের ছেলে। আহত শ্রমিকেরা হলেন উপজেলার কর্ণসূতি গ্রামের মৃত সুরত আলীর ছেলে জিন্নাহ মণ্ডল (৩০) ও জামতৈল পশ্চিম পাড়া এলাকার পলান শেখের ছেলে জহুরুল ইসলাম।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম প্রথম আলোকে বলেন, গুরুতর আহত অবস্থায় শ্রমিক ফজল আলীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে নিয়ে যাওয়া হলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টার দিকে তাঁর মৃত্যু হয়। লাশটি ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করার প্রস্তুতি চলছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, আজ ভোররাতে ধান সেদ্ধ করার জন্য ফজল, জহুরুলসহ কয়েকজন শ্রমিক কাজে লেগে যান। কাজ করার একপর্যায়ে ধান সেদ্ধ করার বয়লারে বিস্ফোরণ হয়। এতে তিনজন আহত হন। আশপাশের লোকজন তাঁদের উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুমনুল হক বলেন, বয়লার বিস্ফোরণে আহত তিন শ্রমিককে হাসপাতালে আনা হয়েছিল। দুজনকে প্রাথমিক চিকিৎসার পর সিরাজগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যেতে বলা হয়েছে। তাঁদের মধ্যে ফজল নামে এক শ্রমিকের মুখের অনেকাংশ থেঁতলে গেছে। তাঁর অবস্থা খুবই গুরুতর ছিল।
আহত শ্রমিক জহুরুল ইসলামের সঙ্গে দুপুরে মুঠোফোনে কথা হয়। তিনি তখনো সহকর্মীর মৃত্যুর খবরটি শোনেননি। তিনি বলেন, ‘ধান সেদ্ধ করার একপর্যায়ে ভোর সাড়ে চারটার দিকে বিকট শব্দে বয়লার বিস্ফোরণ হয়। এতে আমি, ফজল ও জিন্নাহ আহত হই। আমি আর জিন্নাহ হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়িতে চলে এসেছি, আর ফজলের অবস্থা খুবই খারাপ হওয়ায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’