শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

পানিতে ডুবে মৃত্যুপ্রতীকী ছবি

মানিকগঞ্জ সদর উপজেলায় ডোবার পানিতে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলার দীঘি ইউনিয়নের কয়ড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো দীঘি ইউনিয়নের খরসতাই গ্রামের মো. রফিকের মেয়ে সিনহা আক্তার (৮) ও কাগজিনগর গ্রামের সোহেল কাজীর মেয়ে আনহা আক্তার (৭)। তারা স্থানীয় একটি মাদ্রাসায় পড়ত।

পরিবার, শিক্ষক ও স্থানীয় লোক কয়েকজনের সূত্রে জানা গেছে, আজ সকালে মাদ্রাসায় শিশুদের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর বাড়িতে গিয়ে পোশাক বদলে আনহা ও সিনহা অন্য শিশুদের সঙ্গে সিনহা মাদ্রাসার কাছে একটি ডোবার পানি থেকে শাপলা ফুল তুলতে যায়। এ সময় তারা ডোবার পানিতে তলিয়ে যায়। অন্য শিশুরা বাড়ি ফিরে এ ঘটনা জানায়। বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয় বাসিন্দারা সিনহা ও আনহাকে উদ্ধার করেন। অচেতন অবস্থায় তাঁদের জেলা সদরে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল নেওয়া হলে তাদের মৃত ঘোষণা করেন চিকিৎসক।

আজ বেলা আড়াইটার দিকে নিহত দুই শিশুর বাড়িয়ে গিয়ে পরিবারের সদস্য ও স্বজনদের আহাজারি করতে দেখা যায়। ওই সময় তাদের মরদেহ দাফনের প্রস্তুতি চলছিল।

স্থানীয় দীঘি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আখতার উদ্দিন আহমেদ বলেন, শিশু দুটি সাঁতার জানত না বলে পরিবারের কাছে জানতে পেরেছেন। তাদের পরিবারে মাতম চলছে; এলাকার মানুষও শোকে স্তব্ধ।