‘বিড়াল বাচ্চার’ আওয়াজ শুনে খুললেন ব্যাগ, পেলেন জীবিত নবজাতক

নবজাতকপ্রতীকী ছবি

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় রাস্তার পাশে প্লাস্টিকের ব্যাগ থেকে এক মেয়ে নবজাতককে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সকাল সাতটার দিকে উপজেলার এনায়েতপুর ইউনিয়নের ভরাডোবা–সাগরদিঘি সড়কের দোলমা গ্রাম থেকে নবজাতকটিকে উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় বাসিন্দা আবদুল ছালাম জানান, প্রতিদিনের মতো আজ সকালেও রাস্তায় হাঁটতে বের হয়েছিলেন। এ সময় এক বৃদ্ধা প্লাস্টিকের ব্যাগটি দেখিয়ে বলেন, সেখান থেকে বিড়ালের বাচ্চার মতো আওয়াজ আসছে। পরে ব্যাগটি খুলে ওই নবজাতককে জীবিত অবস্থায় দেখতে পান। ওই সময় তার শরীরে রক্ত লেগেছিল এবং নাড়ি কাটা হয়নি।

স্থানীয় বাসিন্দাদের ধারণা, গতকাল রাতের কোনো এক সময় নবজাতকটিকে রাস্তার পাশে ফেলে যাওয়া হয়েছে।

ওই নবজাতক বর্তমানে সুস্থ আছে জানিয়ে ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজেদুর রহমান বলেন, নবজাতককে কারা ফেলে গেছে, সে বিষয়ে তথ্য পাওয়া যায়নি। আপাতত তাকে এক নারীর জিম্মায় রাখা হয়েছে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সমাজসেবা বিভাগকে জানানো হয়েছে। সরকারি নীতিমালা অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।