জাতির কাছে ক্ষমা চেয়ে তিন শতাধিক জাপা নেতা-কর্মীর পদত্যাগ
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা জাতীয় পার্টি (এরশাদ) ও এর সহযোগী সংগঠনের তিন শতাধিক নেতা-কর্মী দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন। আজ সোমবার দুপুরে উপজেলার মতলব কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলন করে উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ডি এম আলাউদ্দিন কবিরের নেতৃত্বে তাঁরা এ পদত্যাগের ঘোষণা দেন।
পদত্যাগ করা বেশ কয়েকজন নেতা বলেন, বিগত দিনে ফ্যাসিস্ট ও খুনি শেখ হাসিনা সরকারের দোসর হিসেবে জাতীয় পার্টি কাজ করার প্রতিবাদে এবং নবগঠিত জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগদানের লক্ষ্যে তাঁরা পদত্যাগ করেছেন।
পদত্যাগের কথা জানিয়ে সংবাদ সম্মেলনে বক্তৃতা করেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ডি এম আলাউদ্দিন কবির, মতলব পৌর জাতীয় পার্টির সভাপতি মহসিন সরকার, মতলব পৌর জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন মিয়া, উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি আলমগীর হোসেন প্রমুখ। এরপর একযোগে ঘোষণা দিয়ে জাতীয় পার্টি ও এর সহযোগী সংগঠনের তিন শতাধিক নেতা-কর্মী দল থেকে পদত্যাগ করেন। সংবাদ সম্মেলনে স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।
উপজেলা জাতীয় পার্টির পদত্যাগী সাধারণ সম্পাদক ডি এম আলাউদ্দিন কবির প্রথম আলোকে বলেন, গত ১৬ বছর জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব ফ্যাসিস্ট ও খুনি শেখ হাসিনা সরকারের দোসর হিসেবে কাজ করেছে। শেখ হাসিনা ও আওয়ামী লীগের নানা অপকর্ম ও খুন-খারাবিতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মদদ দিয়েছেন জাতীয় পার্টির নেতারা। জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতৃত্বের এ কর্মকাণ্ডের প্রতি তাঁরা কোনোমতেই একমত নন এবং অনুতপ্ত। জাতির কাছে ক্ষমা চেয়ে তাঁরা দল থেকে পদত্যাগ করেন। তাঁরা সবাই শিগগির জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেবেন।
পদত্যাগকারী উল্লেখযোগ্য অন্য নেতারা হলেন নায়েরগাঁও উত্তর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি সার্জেন কাদের, মতলব পৌর মহিলা জাতীয় পার্টির সভাপতি কাজল রেখা, উপজেলা মহিল জাতীয় পার্টির সভাপতি শাহানা বেগম ও উপজেলা জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক আব্দার রহমান মানিক।