বগুড়ায় আলুর হিমাগারে পাওয়া গেল পৌনে ৫ লাখ ডিম
বগুড়ার কাহালুতে আলু সংরক্ষণের একটি হিমাগারে ৪ লাখ ৮৮ হাজার ৩৮৮টি ডিম মজুত করায় এর মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে মজুত ডিম সাত দিনের মধ্যে হিমাগার থেকে বাজারে বিক্রি করা না হলে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করে দেওয়া হয়েছে।
গতকাল বুধবার বিকেলে কাহালু উপজেলার মুরইল আফরিন কোল্ডস্টোরেজে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালান। এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেরিনা আফরোজ।
মেরিনা আফরোজ প্রথম আলোকে বলেন, ডিমের বাজার হঠাৎ অস্থির। উপজেলা প্রশাসনের কাছে তথ্য ছিল, উপজেলায় আলু সংরক্ষণের আড়ালে বাজারে কৃত্রিম সংকট তৈরির জন্য হিমাগারে বিপুল পরিমাণ ডিম মজুত করা হয়েছে। মুরইল আফরিন কোল্ডস্টোরেজে অভিযানকালে আলুর সঙ্গে অবৈধভাবে মুরগির ডিম মজুত রাখার প্রমাণ মিলেছে। এ সময় হিমাগারের মালিককে তাৎক্ষণিক ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া মজুত করা ডিম সাত দিনের মধ্যে বাজারে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ লঙ্ঘন করে সংকট তৈরির জন্য এই বিপুল পরিমাণ ডিম মজুত করলে হিমাগার কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় কাহালু উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাহবুব হাসান চৌধুরী উপস্থিত ছিলেন।