জয়পুরহাটে ২৫ দিন ধরে নিখোঁজ স্কুলছাত্র, সন্ধান চেয়ে মা-বাবার সংবাদ সম্মেলন
জয়পুরহাট সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী মো. সোয়ায়েব হোসেন (সিহাব) ২৫ দিন ধরে নিখোঁজ রয়েছে। ছেলের সন্ধান চেয়ে উদ্বিগ্ন মা-বাবা আজ বৃহস্পতিবার দুপুরে জয়পুরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন। ৭ অক্টোবর গভীর রাতে জয়পুরহাট শহরের একটি ছাত্রাবাস থেকে কাউকে কিছু না জানিয়ে বের হয়ে আর ফেরেনি সোয়ায়েব।
১৫ বছর বয়সী নিখোঁজ ছেলের বাবা সোহেল রানা, মা লাকী বেগমসহ স্বজনেরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। সেখানে লিখিত বক্তব্য পাঠ করেন সোহেল রানা। ছেলের নিখোঁজের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন মা লাকী বেগম।
নিখোঁজ সোয়ায়েব হোসেনের বাড়ি জয়পুরহাট সদর উপজেলার পালী গ্রামে। সে তার মা-বাবার একমাত্র সন্তান। তার বাবা সোহেল রানা পেশায় একজন ইলেকট্রিক মিস্ত্রি। তিনি জয়পুরহাট শহরের বাজলা স্কুলের পাশে মৌমিতা ছাত্রাবাসে রেখে ছেলেকে পড়াশোনা করাতেন।
সংবাদ সম্মেলনে সোহেল রানা বলেন, ‘আমার ছেলে ৭ অক্টোবর রাত ১২টা থেকে ১টার মধ্যে কাউকে কিছু না বলে মৌমিতা ছাত্রাবাস থেকে বের হয়ে যায়। সে আমাদের সঙ্গেও কোনো যোগাযোগ করেনি। আমি ও আমার স্ত্রী লাকী বেগম আত্মীয়স্বজন ও ছেলের বন্ধুদের বাসায় খোঁজ করেছি। কোথাও ছেলের খোঁজ পাইনি। এ ঘটনায় ছেলে নিখোঁজের দিনই জয়পুরহাট সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছি। তাৎক্ষণিকভাবে থানা-পুলিশ আমার ছেলের মুঠোফোন ট্র্যাকিং করে অবস্থান ঢাকায় দেখতে পায়। পুলিশ আর তেমন তৎপরতা দেখায়নি। এর পর জয়পুরহাট র্যাব ক্যাম্প ও সেনাবাহিনী ক্যাম্পে পৃথক অভিযোগ দিয়েছি।’
সোহেল রানা আরও বলেন, মৌমিতা ছাত্রাবাসের মালিকের বাসা ও প্রাইম ব্যাংক জয়পুরহাট শাখার সিসিটিভির ফুটেজে দেখা গেছে, ওই দিন রাত ১২টা থেকে ১টার মধ্যে তাঁর ছেলের সঙ্গে অপর দুই ছেলেকেও মৌমিতা ছাত্রাবাস থেকে বের হতে দেখা গেছে। সোয়ায়েব জয়পুরহাট রেলস্টেশনে ঘোরাফেরা ও অপরিচিত এক ব্যক্তির সঙ্গে কথা বলছিল। জয়পুরহাট রেলস্টেশনের সিসিটিভির ফুটেজে এ দৃশ্য দেখা গেছে। ঘটনার আজ ২৫ দিন হয়ে গেল, এখনো তাঁর ছেলের খোঁজ মেলেনি। তাঁর ছেলেকে ফিরে পেতে সবার সহযোগিতা কামনা করছেন।
ছেলের সন্ধান চেয়ে কান্নাজড়িত কণ্ঠে লাকী বেগম বলেন, ‘আজ ২৫ দিন হয়ে গেল আমার একমাত্র ছেলের কোনো খোঁজ পেলাম না। সে কোথায়, কীভাবে আছে, জানি না। ছেলেকে ফিরে পেতে চাই।’
জানতে চাইলে জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল-মামুন বলেন, নিখোঁজ ওই শিক্ষার্থীর সন্ধানে থানাগুলোতে বার্তা পাঠানো হয়েছে। পুলিশ ছেলেটির সন্ধানে কাজ করছে।