নড়াইলে পুকুরপাড়ে পড়ে ছিল শিশুর লাশ, সৎদাদি আটক

আটকপ্রতীকী ছবি

নড়াইলের লোহাগড়া উপজেলায় বাড়ির পাশে পুকুরপাড়ে পড়ে ছিল তিন বছর বয়সী এক শিশুর লাশ। বুধবার সন্ধ্যার দিকে উপজেলার চর শামুকখোলা এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় শিশুটির সৎদাদি রাবেয়া বেগমকে (৬০) আটক করা হয়েছে।

লাশ উদ্ধার হওয়া শিশুটির নাম মো. শাহাদাত। সে লোহাগড়া উপজেলার চর শামুকখোলা গ্রামে তার মায়ের দ্বিতীয় স্বামীর পরিবারের সঙ্গে থাকত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এক বছর আগে লোহাগড়া উপজেলার চর শামুকখোলা গ্রামের ইব্রাহীম মোল্যার সঙ্গে দ্বিতীয় বিয়ে হয় শাহাদাতের মায়ের। এর পর থেকে মায়ের সঙ্গে সৎবাবার পরিবারে বসবাস করে আসছিল শাহাদাত। মায়ের সঙ্গে শিশুটির সৎদাদির সম্পর্ক ভালো ছিল না। প্রায়ই বিবাদ লাগত। দুই–তিন দিন আগে বাড়ি থেকে সৎদাদি রাবেয়া বেগমের কিছু টাকা হারানো নিয়ে শাহাদাতের মায়ের সঙ্গে বাগ্‌বিতণ্ডা হয়। বুধবার বিকেলে বাড়ি থেকে নিখোঁজ হয় শাহাদাত। খোঁজাখুঁজির একপর্যায়ে সন্ধ্যার দিকে বাড়ির পাশের পুকুরপাড়ে শাহাদাতের লাশ পড়ে থাকতে দেখেন পরিবারের লোকজন। খবর পেয়ে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।

বুধবার রাত নয়টার দিকে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আশিকুর রহমান প্রথম আলোকে বলেন, শিশুটির লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য শিশুটির সৎদাদি রাবেয়াকে আটক করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।